গোপালগঞ্জ প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নান্নু মুন্সী (৪০) নামের এক ভ্যানচালক নিহত হয়েছে। এ সময় আরো অন্তত তিনজন আহত হন। এ ঘটনায় স্থানীয়রা প্রায় এক ঘণ্টা ঢাকা-খুলনা মহাসড়কের ওই স্থানে অবরোধ সৃষ্টি করে। পরে পুলিশ গিয়ে অবরোধ তুলে নেয়।
আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা নামক স্থানে যাত্রীবাহী একটি বাস রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি মাহেন্দ্র (থ্রি-হুইলারকে) ধাক্কা দেয়। থ্রি-হুইলারটি ধাক্কা খেয়ে আরেকটি ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক নান্নু মুন্সীসহ চারজন আহত হন।
আহতদেরকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হলে দুপুরে চিকিৎসারত ওই ভ্যানচালক মারা যান। এ খবর এলাকায় পৌঁছালে উত্তেজিত এলাকাবাসী প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে। পরে পুলিশ অবরোধ তুলে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গোপালগঞ্জ সদর থানার ওসি মো. সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। “