পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মোজাহেদিন (জেএমবি)- এর এক সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জের বিশেষ আদালত-২ এর বিচারক জিয়াউর রহমান এই রায় দেন।
কারাদণ্ডপ্রাপ্ত জেএমবি সদস্যর নাম সেলিম ওরফে হারুন মিস্ত্রি (৩৩)। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জোহরপুর বকরীর চর গ্রামের দুরুল হুদার ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, ২০০৯ সালের ৭ জুলাই দুপুর ১টার দিকে র্যাব-৫ এর একটি টিম চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জোহরপুর বকরীর চর গ্রামে অভিযান চালিয়ে একটি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৯ রাউন্ড গুলিসহ জেএমবি সদস্য সেলিমকে গ্রেফতার করে।
তার স্বীকারোক্তি অনুযায়ী পরদিন ৮ জুলাই সেলিমের বাড়ির মাটির নীচ থেকে আরো ৬টি ওয়ান স্যুটারগান ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এই ঘটনায় র্যাব-৫ এর এসআই আনোয়ার হোসেন বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে মঙ্গলবার বিশেষ আদালত-২ এর বিচারক জিয়াউর রহমান এই মামলার রায় দিলেন।