জুয়ারিদের সঙ্গে সংঘর্ষ: এডিশনাল এসপিসহ পাঁচ পুলিশ আহত

দিনাজপুর প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
দিনাজপুরের নবাবগঞ্জের কাঁচদহ ব্রিজ এলাকায় জুয়ার আখড়ায় অভিযান চালানোর সময় জুয়ারিদের সঙ্গে সংঘর্ষে অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ এবং গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মনিরুজ্জামানসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। আহত পুলিশ কর্মকর্তাকে রাতেই দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার রাত ১০টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল সোমবার রাত ১০টার দিকে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা বিনোদপুর ইউনিয়নের দক্ষিণ বোয়ালমারী গ্রামের এবং রংপুরের পীরগঞ্জ উপজেলার মিলনস্থল কাঁচদহ ব্রিজ এলাকায় সাদা পোশাকে জুয়ার আসরে অভিযান চালায় দিনাজপুরের পুলিশ প্রশাসন। এ সময় জুয়ারিদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এতে জুয়ারিদের লাঠিপেটায় আহত হন দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ। রাতেই তাঁকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর কপালে পাঁচটি সেলাই পড়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, নবাবগঞ্জ থানা পুলিশকে ম্যানেজ করেই প্রতিরাতে লাখ লাখ টাকার খেলা চলে জুয়ার আসরে। সংঘর্ষের ঘটনায় গণগ্রেপ্তার হয়রানির ভয়ে উৎকণ্ঠায় ভুগছেন তারা। সংঘর্ষের ঘটনা স্বীকার করেছেন একজন পুলিশ কর্মকর্তা। তবে ঘটনার বিষয়ে মুখ খুলতে অনিচ্ছুক পুলিশ কর্মকর্তারা গণমাধ্যমকর্মীদের এড়িয়ে চলছেন।

পূর্ববর্তী নিবন্ধঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধচন্দ্রজয়ের মুহূর্তে আর্মস্ট্রংয়ের পাশে ছিলেন আনুশকা!