টসে হেরে ফিল্ডিংয়ে টাইগাররা

পপুলার২৪নিউজ ডেস্ক:
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে গল আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে হেরে ফিল্ডিংয়ে নেমেছে সফরকারী বাংলাদেশ। যে দল টসে জিতবে তারা ব্যাটিং বেছে নেবে, এটাই স্বাভাবিক ছিল। রঙ্গনা হেরাথ তার ব্যত্যয় ঘটান নি। বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম জানালেন, টস জিতলে ব্যাটিং নিতেন তিনিও।

বাংলাদেশ দলের একাদশ থেকে ছিটকে গেছেন ব্যাটসম্যান সাব্বির রহমান, পেসার কামরুল হাসান রাব্বি ও স্পিনার তাইজুল ইসলাম।

তাদের পরিবর্তে একাদশে জায়গা করে নিয়েছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান লিটন কুমার দাস, পেসার মোস্তাফিজুর রহমান ও শুভাশীষ রয়।

মোস্তাফিজ ও শুভাশীষ যুক্ত হওয়ায় বাংলাদেশ তিন পেসার নিয়ে খেলছে। অপর পেসার হলেন তাসকিন আহমেদ।

দলে স্পেশালিস্ট কোনো স্পিনার খেলছেন না। তবে স্পিন অলরাউন্ডার হিসেবে আছেন- সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ।

আর প্রয়োজনে হাত ঘোরাতে পারেন মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার ও মুমিনুল হক। দলের বাকি সদস্যরা হলেন- ওপেনার তামিম ইকবাল ও অধিনায়ক মুশফিকুর রহিম।

পূর্ববর্তী নিবন্ধমালয়েশিয়ানদের উত্তর কোরিয়া ছাড়ায় নিষেধাজ্ঞা
পরবর্তী নিবন্ধবিশ্বের সেরা ভাষণের তালিকায় ৭ মার্চের ভাষণ