ষোড়শ সংশোধনীর আপিল শুনানি ৮ মে

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

সংসদের মাধ্যমে বিচারপতিদের অপসারণে আনা সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল শুনানিতে দুই মাস সময় দিয়েছেন উচ্চ আদালত।
রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (০৭ মার্চ) প্রধান বিচারপতির নেতৃত্বে ৭ বিচারপতির বেঞ্চ এ আপলি শুনানির জন্য আগামী ৮ মে সময় নির্ধারণ করেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। বাদীপক্ষে ছিলেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।
এছাড়াও এ মামলায় আপিল বিভাগের নিয়োগপ্রাপ্ত অ্যামিকাস কিউরি ড. কামাল হোসেন, ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, ফিদা এম কামাল ও এমআই ফারুকী উপস্থিত ছিলেন।
এদিকে ড. কামাল হোসেন তার লিখিত মতামত আদালতে দাখিল করেছেন। বাকি অ্যামিকাস কিউরিদেরকেও (আদালতের বন্ধু বা আইনি সহায়তাকারী) দ্রুত লিখিত মতামত জমা দেওয়ার জন্য আদালত অনুরোধ জানিয়েছেন।
পরে ড. কামল হোসেন বলেন, রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে দুই মাস সময় দিয়েছেন আদালত। আমি এরইমধ্যে আমার লিখিত বক্তব্য দিয়েছি।

পূর্ববর্তী নিবন্ধশিরোপার আরো কাছে চেলসি
পরবর্তী নিবন্ধঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার