৩৫ মিলিয়ন ইউরোতে বার্সায় থাকবেন কী মেসি?

পপুলার২৪নিউজ ডেস্ক:
আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসির সঙ্গে বছরে ৩৫ মিলিয়ন ইউরো বেতনে বার্সেলোনা নতুন চুক্তি করতে যাচ্ছে বলে খবর দিয়েছে স্প্যানিশ ক্রীড়া পত্রিকা মার্কা।

এতে বলা হয়েছে, ক্লাবটির নতুন কোচ আসার আগেই মেসির সঙ্গে চুক্তির ঝামেলা মিটিয়ে ফেলতে চাইছে বার্সা কর্তৃপক্ষ।

সম্প্রতি বার্সার বর্তমান কোচ লুইস এনরিক ক্লাব ছাড়ার ঘোষণা দিয়েছেন। এই মৌসুম শেষ হলেই এনরিকেকে আর পাবেন না মেসি-নেইমাররা।

অবশ্য এনরিকে ক্লাব ছাড়ার ঘোষণা দেয়ার আগেই বার্সা কর্তৃপক্ষ তাকে ছাঁটাইয়ে পরিকল্পনা করেছিল।

চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির কাছে ৪-০ ব্যবধানে হারার পর এনরিকেকে নিয়ে নতুন করে ভাবতে শুরু করে বার্সা।

তবে বার্সার ভাবনার মধ্যেই ক্লাব ছাড়ার ঘোষণা দেন এনরিকে। নতুন বছরে তাই নতুন কোচ খুঁজতে হবে বার্সাকে।

এ অবস্থায় মেসিকে নিয়ে যেন আবার কোনো ঝামেলায় পড়তে না হয়, সেজন্য তার সঙ্গে বছরে ৩৫ মিলিয়ন ইউরোর নতুন চুক্তি করতে যাচ্ছে ক্লাবটি।

এদিকে মেসির দারুণ নৈপুণ্যে ভর করে চলতি মৌসুমে লা লিগা শিরোপার দৌড়ে রয়েছে বার্সেলোনা। ২৩ ম্যাচে ২৩ গোল নিয়ে চলতি মৌসুমে স্প্যানিশ লিগে এখন পর্যন্ত তিনিই সর্বোচ্চ স্কোরার।

দারুণ ফর্মে থাকা মেসিকে আটকে রাখতে নিজেদের সামর্থ্যের সব প্রচেষ্টাই করছে বার্সেলোনা। কিন্তু সাম্প্রতিক যেসব গুজব রটেছে, তাতে মেসি আদৌ এই বেতনে বার্সায় থাকবেন কিনা সময়ই বলে দেবে!

পূর্ববর্তী নিবন্ধলিভার পরিষ্কার রাখবেন যেভাবে
পরবর্তী নিবন্ধএক ম্যাচ হাতে রেখেই ইংলিশদের সিরিজ জয়