পপুলার২৪নিউজ ডেস্ক:
জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে অভিযোগ করেছেন, উত্তর কোরিয়া জাপান সাগরের দিকে চারটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
এর মধ্যে এক হাজার কিলোমিটার পাড়ি দিয়ে তিনটি ক্ষেপণাস্ত্র জাপানের এক্সক্লুসিভ ইকোনমিক জোনে (ইইজেড) পড়েছে। খবর বিবিসি, রয়টার্স, দ্য গার্ডিয়ানের।
দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী বলছে, চীন ও উত্তর কোরিয়ার সীমান্তের টংচ্যাং-রি এলাকায় ক্ষেপণাস্ত্রগুলো পড়েছে।
এটা কী ধরনের ক্ষেপণাস্ত্র, তা এখনো স্পষ্ট নয়। তবে উত্তর কোরিয়ার পক্ষে যেকোনো ধরনের ক্ষেপণাস্ত্র ও পরমাণু প্রযুক্তির পরীক্ষা চালানোর ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা রয়েছে।
দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী সূত্র জানিয়েছে, সোমবার স্থানীয় সময় সকাল ৭টা ৩৬ মিনিটে ওই এলাকায় ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয়। কী ধরনের ক্ষেপণাস্ত্র তা যাচাই করে দেখা হচ্ছে।
উত্তর কোরিয়া তার দেশের পারমাণবিক সক্ষমতা বৃদ্ধি ও পরমাণু অস্ত্রের মজুদের প্রতি ব্যাপক গুরুত্ব দিচ্ছে।
দেশটির এ তৎপরতা যুক্তরাষ্ট্রের নিরাপত্তার প্রতি হুমকি বলে মনে করছে ট্রাম্প প্রশাসন। এ প্রেক্ষাপটে গত শুক্রবার পেন্টাগন জানায়, উত্তর কোরিয়ার হুমকি মোকাবেলায় সামরিক হস্তক্ষেপের চিন্তা করছে হোয়াইট হাউস।
উত্তর কোরিয়ার পরপর কয়েকটি ক্ষেপণাস্ত্র পরীক্ষার পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট ট্রাম্প প্রতিশ্রুতি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রে আঘাত হানার লক্ষ্যে পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম এমন ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র কিম জং উনকে তৈরি করার সুযোগ দেয়া হবে না।
গত মাসে কিম উনের নির্দেশে ৩ হাজার ৪০০ মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় পিয়ংইয়ং।
সেই সময় সফররত জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে বৈঠক করছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প।
জাপান সাগরের ৩০০ থেকে ৩৫০ কিলোমিটার এলাকায় নতুন করে তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনায় কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে জাপান।
জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বলেন, ‘উত্তর কোরিয়া স্পষ্টভাবে জাতীসংঘের নিরাপত্তা পরিষদের শর্ত লংঘন করেছে। তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয়া হবে।’