পিএসএলের চ্যাম্পিয়ন পেশোয়ার

পপুলার২৪নিউজ ডেস্ক:
পাকিস্তান সুপার লীগের (পিএসএল) ফাইনালে শহীদ আফ্রিদিবিহীন পেশোয়ার জালমি ৫৮ রানে কোয়েটা গ্ল্যাডিয়েটরসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।

রোববার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ১৪৯ তাড়া করতে নামা কোয়েটা ৯০ রানে অলআউট হয় ১৬.৩ ওভারে। পিএসএলের ফাইনালে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি এনামুল হক বিজয় নয় বলে মাত্র তিন রান করে আউট হন।

কোয়েটার জিম্বাবুয়ান ক্রিকেটার শন আরভিন ২৪ এবং অধিনায়ক সরফরাজ আহমেদ ২২ রান করেন। ২০ রান আসে আনোয়ার আলীর ব্যাট থেকে। তিনটি উইকেট নেন মোহাম্মদ আসগর।

পিএসএলের দ্বিতীয় আসরের শিরোপা জিতল পেশোয়ার। প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ইসলামাবাদ।

এর আগে পেশোয়ার জালমি পুরো ২০ ওভার ব্যাট করে ছয় উইকেটে ১৪৮ রানের বেশি করতে পারেনি। শুরুটা করেছিল তারা ভালোই। মিডল-অর্ডার বেগবান করতে পারেনি রানের গতি।

ইনিংসের লেজে অধিনায়ক ড্যারেন স্যামি ১১ বলে হার না-মানা ২৮ রানের টি ২০ ইনিংস খেলেন। একটি চার ও তিনটি ছয় তার সংক্ষিপ্ত ইনিংসের শোভা বাড়ায়।

ইনিংস সর্বোচ্চ ৪০ রান আসে ওপেনার কামরান আকমলের ব্যাট থেকে। তিনটি উইকেট নেন কোয়েটার ক্যারিবীয় পেসার রায়াদ এমরিট। দুটি উইকেট পান হাসান খান।

পূর্ববর্তী নিবন্ধউত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপে ক্ষুব্ধ জাপান
পরবর্তী নিবন্ধশিক্ষাসফরের বাসে ডাকাতি, মালামাল লুট