‘নারীদের বুদ্ধি কম বেতনও কম হওয়া উচিত’

পপুলার২৪নিউজ ডেস্ক:
নারীদের সম্পর্কে বিতর্কিত ও মানহানিকর মন্তব্য করে ইউরোপীয় পার্লামেন্টে পোল্যান্ডের এক সদস্য শাস্তির মুখে পড়তে যাচ্ছেন।

জ্যানুজ করয়িন-মিক্কি নামের ওই পার্লামেন্ট সদস্য বলেছেন, নারীরা দুর্বল, ছোট এবং কম বুদ্ধিসম্পন্ন, তাদের বেতনও কম হওয়া উচিত। খবর বিবিসির।

ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট অ্যান্টনিও তাজানি বলেছেন, সহকর্মীদের সম্পর্কে এ মন্তব্য করে পোলান্ডের ওই সদস্য সংগঠনটির নীতিমালা লংঘন করেছেন কিনা তা খতিয়ে দেখতে তদন্ত করা হচ্ছে।

পার্লামেন্টের নীতিমালা অনুযায়ী, কারও সম্পর্কে মানহানিকর, বর্ণবাদী বা ভীতি প্রদর্শনমূলক ভাষা ও আচরণ নিষিদ্ধ।

নারীদের সম্পর্কে লজ্জাজনক মন্তব্যের কারণে পোল্যান্ডের এই সদস্যের ওপর নিষেধাজ্ঞা আরোপে পার্লামেন্টের প্রেসিডেন্টকে ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে দেশটির সোশ্যালিস্ট অ্যান্ড ডেমোক্রেটস (এসঅ্যান্ডডি) পার্টি।

পার্লামেন্টের গণমাধ্যম অফিস বিবিসিকে বলেছে, এ ধরনের আচরণের শাস্তি তিরস্কার থেকে জরিমানা এবং সাময়িক বহিষ্কারও হতে পারে।

পূর্ববর্তী নিবন্ধস্মিথকে ফেরালেন জাদেজা
পরবর্তী নিবন্ধতানিশার জন্য কান্না!