কিউইদের হারিয়ে প্রোটিয়াদের টানা ৭টি সিরিজ জয়

পপুলার২৪নিউজ ডেস্ক:
স্বাগতিক নিউজিল্যান্ডকে শেষ ওয়ানডেতে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে টানা ৭টি ওয়ানডে সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা। নিউজিল্যান্ডের দেয়া ১৫০ রানের টার্গেট ৩২ দশমিক ২ ওভারে ৪ উইকেট হারিয়ে টপকে যায় প্রোটিয়ারা।

শনিবার অকল্যান্ডে সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। প্রোটিয়াদের বোলিং তোপে ৪১ দশমিক ১ ওভারে ১৪৯ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। ব্লাক ক্যাপসদের হয়ে সর্বোচ্চ ৩২ রান আসে কলিন ডি গ্রান্ডহোমের ব্যাট থেকে।

দক্ষিণ আফ্রিকার কাঙ্গিসো রাবাদা ৩টি, ইমরান তাহির ও ফেহলুকওয়ে ২টি করে এবং ক্রিস মরিস ১টি উইকেট লাভ করেন।

জবাব দিতে নেমে দক্ষিণ আফ্রিকার শুরুটাও ভালো হয়নি। তবে ফাফ ডু প্লেসিস এবং ডেভিড মিলারের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৩২ দশমিক ২ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫০ রান করে সফরকারীরা।

ডু প্লেসিস ৫১ এবং মিলার ৪৫ রান করে অপরাজিত থাকেন। কিউইদের হয়ে জিতান প্যাটেল ২টি এবং মিচেল স্যাটনার ও জেমস নিশাম ১টি করে উইকেট লাভ করেন।

৫ ম্যাচের সিরিজ ৩-২ ব্যবধানে জিতল দক্ষিণ আফ্রিকা।

এনিয়ে টানা ৭টি ওয়ানডে সিরিজ জেতার গৌরব অর্জন করলো প্রোটিয়ারা। এর মধ্যে ঘরের মাঠে ৫টি এবং বিদেশের মাটিতে ২টি সিরিজ রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধজর্ডানে ১৫ জনের ফাঁসি কার্যকর
পরবর্তী নিবন্ধকোহলি আবারও ব্যর্থ; অজি শিবিরে উল্লাস