পপুলার২৪নিউজ ডেস্ক:
স্বাগতিক নিউজিল্যান্ডকে শেষ ওয়ানডেতে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে টানা ৭টি ওয়ানডে সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা। নিউজিল্যান্ডের দেয়া ১৫০ রানের টার্গেট ৩২ দশমিক ২ ওভারে ৪ উইকেট হারিয়ে টপকে যায় প্রোটিয়ারা।
শনিবার অকল্যান্ডে সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। প্রোটিয়াদের বোলিং তোপে ৪১ দশমিক ১ ওভারে ১৪৯ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। ব্লাক ক্যাপসদের হয়ে সর্বোচ্চ ৩২ রান আসে কলিন ডি গ্রান্ডহোমের ব্যাট থেকে।
দক্ষিণ আফ্রিকার কাঙ্গিসো রাবাদা ৩টি, ইমরান তাহির ও ফেহলুকওয়ে ২টি করে এবং ক্রিস মরিস ১টি উইকেট লাভ করেন।
জবাব দিতে নেমে দক্ষিণ আফ্রিকার শুরুটাও ভালো হয়নি। তবে ফাফ ডু প্লেসিস এবং ডেভিড মিলারের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৩২ দশমিক ২ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫০ রান করে সফরকারীরা।
ডু প্লেসিস ৫১ এবং মিলার ৪৫ রান করে অপরাজিত থাকেন। কিউইদের হয়ে জিতান প্যাটেল ২টি এবং মিচেল স্যাটনার ও জেমস নিশাম ১টি করে উইকেট লাভ করেন।
৫ ম্যাচের সিরিজ ৩-২ ব্যবধানে জিতল দক্ষিণ আফ্রিকা।
এনিয়ে টানা ৭টি ওয়ানডে সিরিজ জেতার গৌরব অর্জন করলো প্রোটিয়ারা। এর মধ্যে ঘরের মাঠে ৫টি এবং বিদেশের মাটিতে ২টি সিরিজ রয়েছে।