বেদখলীয় জমি পুনরুদ্ধারে ব্যবস্থা গ্রহণে প্রধান বিচারপতির নির্দেশ

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
শের নিম্ন আদালতসমূহের বেদখলীয় জমি পুনরুদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্টদের প্রতি প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা নির্দেশনা প্রদান করেছেন। সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার আবু সৈয়দ দিলজার হোসেন স্বাক্ষরিত এক সার্কুলারে একথা বলা হয়। এ সার্কুলার সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে গত ২৮ ফেব্রুয়ারি প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, প্রধান বিচারপতির গোচরীভূত হয়েছে যে, সারাদেশের অধস্তন আদালতসমূহের মালিকানাধীন জমি প্রভাবশালী কিছু মহল দখল করেছে বা দখল করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তা সত্ত্বেও এ ধরণের অনাকাঙ্খিত ঘটনা জেলা জজ কর্তৃক সুপ্রিমকোর্টকে অবহিত না করা হতাশাব্যঞ্জক।

সার্কুলারে বলা হয়, আদালতসমূহে বিদ্যমান মামলার সংখ্যা ও জনবল বিবেচনায় স্থান সংকট রয়েছে। অধস্তন আদালতসমূহের যে জায়গা রয়েছে তার অতিরিক্ত সরকারী জায়গা বরাদ্দ পাওয়া সময় সাপেক্ষ ও দূরুহ। সে কারণে অধস্তন আদালতসমূহের বেদখলীয় জমি পুনরুদ্ধার করা এবং আদালতের জমি দখলের অপচেষ্টার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ আবশ্যক। এ অবস্থায় আদালতসমূহের মালিকানাধীন জমি সীমানা প্রাচীর নির্মাণের মাধ্যমে সুরক্ষা করা এবং বেদখলীয় জমি পুনরুদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা প্রদান করা হয়।

পূর্ববর্তী নিবন্ধপিএসএল ফাইনাল উপলক্ষে লাহোরে নজিরবিহীন নিরাপত্তা
পরবর্তী নিবন্ধটাঙ্গাইলে যুবকের গলাকাটা লাশ উদ্ধার