সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা)আসন উপনির্বাচনে প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের সহধর্মীনি জয়া সেনগুপ্তসহ ৫ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
বৃহস্পতিবার (০২ মার্চ) দুপুর ২টায় সহকারি রিটার্নিং অফিসার ও দিরাই উপজেলা নির্বাচন অফিসার মো. হাফিজুর রহমানের কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন জয়া সেন।
অপরদিকে বিকেল ৩টা থেকে ৫টার মধ্যে সুনামগঞ্জে রিটার্নিং অফিসার এসএম এজহারুল হক’র কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী শেখ জাহির আলী, জাসদ (ইনু) মনোনীত প্রার্থী ও সংগঠনটির দিরাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, জাসদ (শরীফ আম্বিয়া) মনোনীত প্রার্থী সালেহীন শুভ এবং স্বতন্ত্র প্রার্থী ছায়েদ আলী মাহবুব হোসেন।
জয়া সেন দিরাই নির্বাচন অফিসার ও সহকারি রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়পত্র দাখিল করার সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, দিরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আসাব উদ্দিন সরদার, শাল্লা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মহিমচন্দ্র দাস, দিরাই উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট সোহেল আহমদ ছইল মিয়া, সাধারণ সম্পাদক প্রদীপ রায়, সিলেট মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অ্যাডভোকেট শামছুল ইসলাম, দিরাই পৌর আওয়ামী লীগের সভাপতি সিরাজ উদ-দৌলা, সুরঞ্জিত সেনগুপ্তের একমাত্র পুত্র সৌমেন সেনগুপ্ত প্রমুখ।
দিরাই উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার শেখ হাফিজুর রহমান জানান, সুনামগঞ্জ-২ আসনে মোট ২ লাখ ৪৬ হাজার ১৩১ জন ভোটার। এর মধ্যে ১ লাখ ২৩ হাজার ৪৯১ জন পুরুষ ও ১ লাখ ২২ হাজার ৬৪০ জন নারী ভোটার রয়েছেন।
উল্লেখ্য, গত ৫ই ফেব্রুয়ারি বিশিষ্ট পার্লামেন্টারিয়ান সুরঞ্জিত সেনগুপ্ত মারা গেলে সুনামগঞ্জ-২ আসনটি শূন্য হয়। গত ২০ ফেব্রুয়ারি নতুন নির্বাচন কমিশন এ আসনের আগামী ৫ মার্চ মনোনয়নপত্র বাছাই, ১৩ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ এবং ৩০শে মার্চ এ আসনে উপ-নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
– See more at: http://bangla.thereport24.com/article/182304/%E0%A6%B8%E0%A7%81%E0%A6%B0%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80-%E0%A6%B8%E0%A6%B9-%E0%A7%AB-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%80%E0%A6%B0-%E0%A6%AE%E0%A6%A8%E0%A7%8B%E0%A6%A8%E0%A7%9F%E0%A6%A8%E0%A6%AA%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0-%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%96%E0%A6%BF%E0%A6%B2#sthash.t48jcrJD.dpuf