বরকতউল্লাহসহ বিএনপির ৩৫ নেতা-কর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

রাজধানীর পল্টন থানায় বিস্ফোরক আইনে করা মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহসহ দলের ৩৫ জন নেতা-কর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

এই মামলার অভিযোগপত্র আমলে নিয়ে আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এই আদেশ দেন।

ওই আদালতের সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল বলেন, ২০১৫ সালে পল্টন থানায় করা এই মামলায় মোট আসামি ৪৭ জন। এর মধ্যে ১২ জন জামিনে আছেন। বাকি ৩৫ জন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আগামী ৫ এপ্রিলের মধ্যে এ সংক্রান্ত তামিল
প্রতিবেদন আদালতে জমা দেওয়ার জন্য পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেওয়া হয়েছে।

তাপস কুমার পাল জানান, যাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য নেতারা হলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, কেন্দ্রীয় নেতা সরাফত আলী সপু, শিরিন সুলতানা, আজিজুল বারি হেলাল প্রমুখ।

জামিনে থাকা আসামিদের মধ্যে রয়েছেন জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধছাতকে সুন্নী ও কওমীদের সংঘর্ষ আপোষে নিস্পত্তির উদ্যোগ নিলেন মেয়র আবুল কালাম চৌধুরী
পরবর্তী নিবন্ধবিএনপি ছাড়া নির্বাচন জনগণ মেনে নেবে না : ফখরুল