পার্বতীপুরে ৩ রেলপথে ৪ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

দিনাজপুর থেকে ছেড়ে আসা একটি আন্তঃনগর ট্রেনের ড্রাইভার সিগন্যাল অমান্য করে পার্বতীপুর রেলস্টেশনে প্রবেশকালে পয়েন্টে ইঞ্জিন (নং-৬৫২৪) লাইনচ্যুত হয়। এতে ৪ ঘন্টারও বেশি সময় ধরে ৩টি রেলপথে ট্রেন চলাচল বন্ধ থাকে। এ সময় শতশত ট্রেনযাত্রী চরম দুর্ভোগের মধ্যে পড়েন। এ ঘটনায় সংশ্লিষ্ট ট্রেনের ড্রাইভার ও সহকারী ড্রাইভারকে সাসপেন্ড করা হয়েছে। রেলের দিনাজপুরস্থ সহকারী প্রকৌশলীকে (এইএন) প্রধান করে ৩ সদস্যের এক তদন্ত টিম গঠন করা হয়েছে।

জানাযায়, বুধবার সকাল পৌনে ৮টায় দিনাজপুর থেকে ছেড়ে আসা আন্তঃনগর দ্রুতযান ট্রেন (খালি র‌্যাক) পার্বতীপুর রেলস্টেশনে প্রবেশ করছিল। সিগন্যাল অমান্য করে ট্রেনটি স্টেশনে ঢোকানোর চেষ্টাকালে পয়েন্টস্থলে ইঞ্জিনের দু’টি চাকা লাইনচ্যুত হয়। এতে পার্বতীপুর-সৈয়দপুর-নিলফামারী, পার্বতীপুর-দিনাজপুর-পঞ্চগড় ও পার্বতীপুর-বিরল এ ৩টি রেলপথে ৪ ঘন্টারও বেশি সময় ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে রিলিফট্রেন এসে সকাল ১০টা ৫০ মিনিটে লাইন ক্লিয়ার করলে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।

পূর্ববর্তী নিবন্ধআখাউড়ায় দুই স্কুল ছাত্রী নিখোঁজ
পরবর্তী নিবন্ধকুমিল্লা নামে বিভাগের দাবিতে তিতাসে মানববন্ধন