পপুলার২৪নিউজ প্রতিবেদক:
পরিবহন শ্রমিকরা অহেতুক ধমর্ঘট পালন করছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, শ্রমিকদের অবৈধ ধর্মঘট পুলিশ ধৈর্যের সঙ্গে মোকাবিলা করছে।
তিনি বলেন, শ্রমিকদের বিরুদ্ধে যে রায়টি হয়েছে, সেটির বিচারের ব্যাপারে তারা চাইলে উচ্চ আদালতে যেতে পারে। কিন্তু তারা শুরুতেই জনহানিকর কাজে লিপ্ত হয়েছে। পরিবহন শ্রমিকরা অহেতুক ধমর্ঘট পালন করছে। তাদের সঙ্গে ফলপ্রসূ আলোচনার মাধ্যমে আশা করি সমস্যার সমাধান হবে। এভাবে তো আর চলতে দেওয়া যায় না। আইনিপ্রক্রিয়া ছিল, তারা সে পথে যেতে পারতেন।
বুধবার দুপুরে রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজে ‘পুলিশ মেমোরিয়াল ডে-২০১৭’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় ২০১৬ সালে কর্তব্যরত অবস্থায় নিহত ১২৮ পুলিশ সদস্যদের পরিবারকে সম্মাননা প্রদান করা হয়।
আসাদুজ্জামান খান বলেন, পরিবহন শ্রমিকদের ধর্মঘটে চলা বিশৃঙ্খল পরিস্থিতি অত্যন্ত ধৈর্যের সঙ্গে মোকাবিলা করছে পুলিশ। আদালতের রায়ের বিরুদ্ধে আমাদের কিছু করার নেই। এটা সম্পূর্ণ আদালতের বিষয়। পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ মানুষের জানমালের নিরাপত্তা দেওয়া। তাই যা করা দরকার তার সবই তারা করবে। এ বিষয়ে একটুও ছাড় দেওয়া হবে না। কেননা জনগণের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব তাদের। সেই কাজটিই তারা করছে। পুলিশের গাড়ি পোড়ানোর ঘটনায় মামলা করা হবে। তাদের বিষয়টি নিয়ে নৌমন্ত্রী ও যোগাযোগমন্ত্রী আলোচনায় বসবেন। তারপর তাদের সঙ্গে আলোচনায় বসা হবে। এতেও যদি ফলপ্রসূ না হয় তাহলে কঠোর অবস্থানে যাবে সরকার।