পপুলার২৪নিউজ ডেস্ক:
কর্নেল নানা পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে পাত্র খুঁজছেন ছোট নাতনী তানজিন তিশার জন্য। আর এ বিষয়টি নিয়েই তেলে-বেগুনে জ্বলে উঠেছেন তিনি।
সারা বাড়ি মাথায় তুলেছেন চিৎকার-চেঁচামেচিতে। তবে এ দিকে কোনো ভ্রুক্ষেপ নেই অবসরপ্রাপ্ত কর্নেল নানা সিরাজ হায়দারের। বিজ্ঞাপন দেয়ার পর পাত্রের আনাগোনা শুরু হল। এ নিয়ে জমিদারের আদলে গড়া বাড়িটিতে ঘটছে নানা হাস্যরসাত্মক ঘটনা। এমন গল্প নিয়েই তৈরি হয়েছে নাটক ‘জামাই পরীক্ষা’।
এতে নাতনীর চরিত্রে অভিনয় করছেন তানজিন তিশা। গতকাল গাজীপুরের পুবাইলে শেষ হয়েছে নাটকটির শুটিং। রেজাউর রহমান রিজভীর রচনায় নাটকটি পরিচালনা করেছেন এটিএম মাকসুদুল হক ইমু। নাটকটি প্রসঙ্গে তানজিন তিশা বলেন, ‘দারুণ একটি গল্পের নাটকে অভিনয় করলাম। কিছুটা কমিডি থাকলেও অতি ভাঁড়ামি নেই। নাটকটি দেখে দর্শক বেশ আনন্দ পাবেন বলে আমার বিশ্বাস।’
এতে আরও অভিনয় করেছে কল্যাণ কোরাইয়া, সালমা, শিমু, নিপা খান, সাখাওয়াত শিমুল ও পলাশ লোহ। নাটকটি চলতি মাসেই কোনো এক বেসরকারি চ্যানেলে প্রচার হবে বলে জানিয়েছেন নির্মাতা।