টঙ্গীতে ব্যাপক পিকেটিং, শ্রমিক-যাত্রী সংঘর্ষ

পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:

টঙ্গীতে ব্যাপক পিকেটিং, শ্রমিক-যাত্রী সংঘর্ষ

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকা সারা দেশে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটে বুধবার গাজীপুরের টঙ্গীতে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে ব্যাপক পিকেটিং করেছে। শ্রমিকদের সঙ্গে একটি পিকনিকের গাড়িবহরের যাত্রীদের সংঘর্ষ হয়েছে। এতে আহত হন অন্তত ৫ জন। এ সময় শ্রমিকরা টঙ্গীর ফায়ার সার্ভিস, চেরাগ আলী, গাজীপুরাসহ কয়েকটি পয়েন্টে শতাধিক যানবাহন ভাঙচুরও করেন। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এসব ঘটনা ঘটে।

এদিকে সকালে গাজীপুরের কালিয়াকৈরে একটি বিক্ষোভ মিছিল দীর্ঘ সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে। পরে কালিয়াকৈর বাস টার্মিনালে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে শ্রমিক ফেডারেশনের নেতাকর্মীরা। গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর খান। এ সময় বক্তারা চালকদের জন্য মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সাজার বিধান বাতিল করার দাবি জানান।

মানিকগঞ্জে চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরসহ ৫ জন নিহতের ঘটনায় জামির হোসেন নামের এক বাসচালকের যাবজ্জীবন সাজার রায়ের ঘটনায় খুলনা বিভাগের ১০ জেলায় দুই দিন পরিবহন ধর্মঘট চলার পর প্রশাসনের আশ্বাসে কর্মসূচি প্রত‌্যাহারের ঘোষণা এলেও পরে শ্রমিক নেতারা কর্মসূচি বহাল রাখার ঘোষণা দেন। এর মধ‌্যে ঢাকার সাভারে ট্রাকচাপা দিয়ে এক নারীকে হত্যার দায়ে গত সোমবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকার আদালতে ট্রাক চালক মীর হোসেনের ফাঁসির রায় হলে রাতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সারা দেশে অনির্দিষ্টকালের কর্মবিরতির কর্মসূচি ঘোষণা দেয়।

 

পূর্ববর্তী নিবন্ধআনসার ক্যাম্পের লুট হওয়া ৬ অস্ত্র‍ উদ্ধার
পরবর্তী নিবন্ধআমেরিকাকে পুনর্জাগরণে ট্রাম্পের অঙ্গিকার