রায়পুরে চালকের ধাক্কায় গাড়ি থেকে পড়ে নারী শ্রমিক নিহত

পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় পিকআপ ভ্যানচালকের ধাক্কায় সড়কে পড়ে গিয়ে রুনা আক্তার (২২) নামের এক নারী শ্রমিক নিহত হয়েছেন।

সোমবার রাত ১০টার দিকে কাজ শেষে বাড়ি ফেরার পথে রায়পুর-খাসেরহাট সড়কের বংশী স্টীল ব্রীজ নামকস্থানে এ ঘটনায় ঘটে।

রুনা উপজেলার চরমোহনা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাহেদ আলীর মেয়ে ও রায়পুর-লক্ষ্মীপুর সড়কে পাশে রাখালীয়া বাজারে অবস্থিত বেঙ্গল শু ইন্ডাস্ট্রিজের কারখানায় শ্রমিকের কাজ করে আসছিলো।

স্থানীয় লোকজন জানান, বেঙ্গল শু ইন্ডাস্ট্রিজের কারখানা থেকে অভারটাইম কাজ শেষে কারখানার নিজস্ব পরিবহন পিকআপ ভ্যানে করে রুনাসহ কয়েকজন শ্রমিক বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। পিকআপ ভ্যানটি রুনার বাড়ি পার হয়ে অনেকদূর চলে গেলেও গাড়ি থেকে নামতে দেয়নি চালক। তখন কেবল রুনা একা ওই গাড়িটিতে ছিল। একপর্যায়ে সে চিৎকার দিয়ে জোর করে নামতে গেলে চালক তাকে ধাক্কা দেয়। এসময় রুনা সড়কে পড়ে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলে মারা য়ায়। পরে চালক গাড়ী নিয়ে দ্রুত পালিয়ে যায়।

রায়পুর থানার (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বলেন, নিহত রুনার লাশ হাসপাতাল থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধবিজেপি মানে ‘ভারত জ্বালাও পার্টি’-লালু প্রসাদ
পরবর্তী নিবন্ধশাহবাগে হরতালকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ