পপুলার২৪নিউজ ডেস্ক:
ভারতের বিহারের সাবেক মুখ্যমন্ত্রী ও আরজেডি দলের প্রধান লালু প্রসাদ যাদব বলেছেন, ‘বিহার বিধানসভা নির্বাচন থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পতনের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। উনি মিথ্যা বলছেন যে, উত্তর প্রদেশে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে। উত্তর প্রদেশের জনতা তাকে এমন ধাক্কা দেবে যে, উনি গুজরাটে চলে যাবেন।’
রোববার উত্তর প্রদেশের দেওরিয়া জেলায় সপা-কংগ্রেস জোটের সমর্থনে এক নির্বাচনী সভায় ওই মন্তব্য করেন।
লালু প্রসাদ যাদব বিজেপিকে ‘ভারত জ্বালাও পার্টি’ বলে অভিহিত করেন। তিনি প্রধানমন্ত্রী মোদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের যমজ ভাই বলেও কটাক্ষ করেন।
লালু প্রসাদ বলেন, ‘লোকসভা নির্বাচনের মতো উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনে বিজেপি মিথ্যা কথা বলে ক্ষমতায় আসতে চাচ্ছে। নরেন্দ্র মোদি বলেছিলেন, কালো টাকা বিদেশ থেকে ফিরিয়ে এনে প্রত্যেক ভারতীয়ের ব্যাংক অ্যাকাউন্টে ১৫ লাখ টাকা করে দেবেন। কিন্তু তা হয়নি। এখন আবার কৃষকদের ঋণ মওকুফের কথা বলছেন।
এসময় লালু প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, ‘যেসব রাজ্যে বিজেপি সরকার রয়েছে সেসব জায়গায় কি কৃষকদের কোনো ঋণ মওকুফ করা হয়েছে?’