পপুলার২৪নিউজ ডেস্ক:
বিসিএলের পঞ্চম রাউন্ডের প্রথমদিনে দুই ম্যাচে সেঞ্চুরি হয়েছিল একটি। সোমবার দ্বিতীয়দিনে দেখা গেল তিন তিনটি সেঞ্চুরি। সিলেটে নাঈম ইসলাম ও নাজমুল হাসান শান্তর জোড়া শতকে মধ্যাঞ্চলের বিপক্ষে রানের পাহাড় গড়েছে উত্তরাঞ্চল। চট্টগ্রামে অপর ম্যাচে দক্ষিণাঞ্চলের বিপক্ষে আফিফ হোসেনের সেঞ্চুরিতে ভালো অবস্থানে রয়েছে পূর্বাঞ্চল। তিন সেঞ্চুরিয়ানের মধ্যে নাঈমের কীর্তিটাই বড়। বিসিএলে টানা তৃতীয় ম্যাচে সেঞ্চুরি করে অপরাজিত নাঈম। শান্ত করেছেন প্রথম শ্রেণীর ক্যারিয়ারে তৃতীয় সেঞ্চুরি। দ্বিতীয়দিন শেষে উত্তরাঞ্চলের রান ছয় উইকেটে ৪২২। আগের দিন মধ্যাঞ্চল গুটিয়ে গিয়েছিল ১৮১ রানে। দ্রুত তিন উইকেট হারিয়ে দিনটা স্বস্তিতে শেষ করতে পারেনি উত্তরাঞ্চলও।
দ্বিতীয়দিন অভিজ্ঞ জুনায়েদ সিদ্দিকীকে হারায় উত্তরাঞ্চল। রান তখন চার উইকেটে ১০৪। ৭০ বলে ফিফটি করেন শান্ত। পরের ৫০ ছুঁয়েছেন ৪৩ বলে! ১৮ চারে ১২৩ করেছেন ১৪২ বলে। অফ-স্পিনার শরিফুল্লাহর বলে আউট হয়ে যখন ফিরছেন, নাঈমের সঙ্গে পঞ্চম জুটির রান ১৯৭। শান্তর পর নাসির হোসেন ফিরে যান অল্পতেই। ধীমান ঘোষকে নিয়ে মধ্যাঞ্চলকে ম্যাচে ফিরতে দেননি নাঈম। ধীমানও রান করেছেন বলের সঙ্গে পাল্লা দিয়ে। দিন শেষে ৬৪ রানে অপরাজিত তিনি। অবিচ্ছিন্ন সপ্তম উইকেট জুটির রান ১০৯।
২১৮ বলে নাঈম স্পর্শ করেন তিন অংক। দিন শেষ করেছেন ২৭৫ বলে ১৩৩ রানে। প্রথম শ্রেণীর ক্যারিয়ারে নাঈমের এটা ২১তম সেঞ্চুরি। তুষার ইমরানের সেঞ্চুরির রেকর্ড ছোঁয়া থেকে দূরত্ব মাত্র একটির। এবারের বিসিএলে পাঁচ ম্যাচে নাঈমের এটি চতুর্থ সেঞ্চুরি। দু’দিন বাকি থাকতে ২৪১ রানে এগিয়ে উত্তরাঞ্চল।
এদিকে প্রথম শ্রেণীর ক্রিকেটে তিন ম্যাচেই আফিফ করে ফেললেন দুটি সেঞ্চুরি! এক ম্যাচ আগেই করেছিলেন সেঞ্চুরি, প্রথম শ্রেণীর ক্রিকেটে যেটি ছিল তার অভিষেক। ১৭ বছর বয়সী অলরাউন্ডার আরেকটি সেঞ্চুরি করলেন এদিন। আগের সেঞ্চুরিতে আফিফ থেমেছিলেন ১০৫ রানে, এবার ১৩৭। আফিফের দিনে দুই রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেছেন তাসামুল হক। দ্বিতীয়দিন শেষে দারুণ অবস্থানে তাদের দল। চট্টগ্রামে দক্ষিণাঞ্চলের ২৯৬ রানের জবাবে পূর্বাঞ্চল ২৯০ রান তুলেছে ৪ উইকেট হারিয়ে। ইমতিয়াজ মাত্র ১৩ রান করে ফিরে যান দিনের শুরুতেই। এরপরই আফিফ ও তাসামুলের জুটি, আরেকটি উইকেটের জন্য দক্ষিণাঞ্চলের অপেক্ষা যেন অনন্ত! দ্বিতীয় উইকেটে দু’জন গড়েন ২২২ রানের জুটি। ১৭০ বলে সেঞ্চুরি স্পর্শ করেন আফিফ। ১৩৭ রান করে তার বিদায়েই ভাঙে জুটি। নাজমুল অপু শেষবিকেলে হতাশ করেন তাসামুলকে। দারুণ খেলেও মাঠ ছাড়েন এই ব্যাটসম্যান দুই রানের আক্ষেপে। ৯৮ রানের ইনিংসে বাউন্ডারি মাত্র ছয়টি।
সংক্ষিপ্ত স্কোর
মধ্যাঞ্চল ও উত্তরাঞ্চল
মধ্যাঞ্চল প্রথম ইনিংস ১৮১ (সাইফ হাসান ৬৩, আবদুল মজিদ ১৪, মেহরাব হোসেন জুনিয়র ২৬, তৈয়বুর রহমান ৪০*। ফরহাদ রেজা ৩/৪১, সানজামুল ইসলাম ৫/৪৫)।
উত্তরাঞ্চল প্রথম ইনিংস ৪২২/৬ (জহুরুল ইসলাম ৩৫, জুনায়েদ সিদ্দিকী ৪১, নাঈম ইসলাম ১৩৩*, নাজমুল হোসেন শান্ত ১২৩, ধীমান ঘোষ ৬৪*। শাহাদাত হোসেন ২/৯১, শরিফউল্লাহ ২/৬৫)।
দক্ষিণাঞ্চল ও পূর্বাঞ্চল
দক্ষিণাঞ্চল প্রথম ইনিংস ২৯৬, ৮০ ওভারে (এনামুল হক ৫৮, ইমরুল কায়েস ১৩৬, জিয়াউর রহমান ২১, নাজমুল ইসলাম ২৩। মোহাম্মদ সাইফুদ্দিন ৩/৭০, সাকলাইন সজীব ৩/১৭)।
পূর্বাঞ্চল প্রথম ইনিংস ২৯০/৪, ৯৮ ওভারে (ইমতিয়াজ হোসেন ১৩, আফিফ হোসেন ১৩৭, তাসামুল হক ৯৮, অলক কাপালী ২৬*। জিয়াউর রহমান ১/২৫, নাজমুল ইসলাম ২/৬৯)।