সোমবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে তাকে ছাড়পত্র দেয়া হয়।
মেরুদণ্ডের নিচে বড় ধরণের একটি টিউমারসহ তাকে গত ২৯ জানুয়ারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সে অধ্যাপক ডা. জহিরুল হাসানের অধীনে ডা. মিজানূর রহমান ও ডা. সোহেল রানার তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিল।
দরিদ্র পরিবারের সন্তান নূর নাহার কোমরের নিচে (পেছনের অংশে) টিউমার নিয়েই জন্মগ্রহণ করে। কোনও ব্যথা না থাকলেও দিনে দিনে বড় হতে যাওয়া এই টিউমার তার স্বাভাবিক জীবনে বাধা হয়ে দাঁড়িয়েছিল।
মেডিকেলের ভাষায় এ ধরনের টিউমারকে ‘সেক্রো কক্সিজিয়াল টেরাটোমা’ বলা হয়।
অর্থের অভাবে অপারেশন করতে পারছিলেন না নূর নাহারের হতদরিদ্র বাবা-মা। বাবা-মার নিজের জমি বলতে কিছু নেই। কয়েক শতক জমির উপর বাড়িটুকু তার সম্বল। অন্যের জমিতে শ্রম বিক্রি করে চলে তাদের ৫ সদস্যের সংসার।
স্থানীয় সিন্দুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া নূর নাহারকে সুস্থ করে তুলতে সমাজের বিত্তবানদের সহযোগিতা চায় পরিবার।
ওই সময় পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের কনসালটেন্ট ডা. সিরাজুল ইসলাম জানান, নূর নাহারের টিউমারটি সরকারি হাসপাতালগুলোতে অপারেশন করলে সব মিলিয়ে ২০ হাজার টাকা খরচ হতে পারে। আর বেসরকারি হাসপাতালে বিশেষজ্ঞ সার্জন দিয়ে অপারেশন করালে এক লাখ টাকার মতো খরচ হবে।
বিষয়টি নিয়ে গত ২৩ জানুয়ারি যুগান্তর অনলাইনে ‘ শিশুটির অপারেশনে দরকার ২০ হাজার টাকা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনটি যুগান্তরের ফেসবুক পেজে শেয়ার করা হলে- নাম প্রকাশ না করার শর্তে একজন সহৃদয় ইউরোপ প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ী শিশুটির চিকিৎসার পুরো খরচ বহনের প্রতিশ্রুতি দেন। পরে তার প্রতিশ্রুত ২০ হাজার টাকা শিশুটির অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ এক মাস চিকিৎসা নেয়ার পর পুরোপুরি সুস্থ হয়ে ওঠে নূর নাহার। সোমবার সকালে হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেয়া হয়। ১৫ দিন পর এসে দেখিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
বাড়ি যাওয়ার আগ মুহূর্তে নূর নাহার বলে, ‘আমার খুব ভাল লাগছে। এখন তাড়াতাড়ি বাড়ি যেতে পারলে আমি খুশি।’
এই এক মাস প্রায় পুরোটা সময় নূর নাহারের সঙ্গে থাকা তার মামা হাসমত বলেন, ‘নূর নাহারকে সুস্থ করতে যারা সহযোগিতা করেছেন তাদের সকলের কাছে পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই।’
নূর নাহারের বাবা সিদ্দিক মন্ডলও মেয়ের সুস্থতার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।