৮৯তম অস্কারের সেরা পুরস্কার বিজয়ীরা

পপুলার২৪নিউজ ডেস্ক:
হলিউডের ডলবি থিয়েটারে বালাদেশ সময় সোমবার ভোর ৬টার দিকে বসেছিল অস্কারের ৮৯তম আসর। ইতিমধ্যেই অস্কারের সব পুরস্কার ঘোষণা হয়ে গেছে। এই আসরের সবচেয়ে আকর্ষণীয় পুরস্কার ‘সেরা ছবি’র পুরস্কারটি জিতে নিয়েছে মুনলাইট। এই ছবির সহ অভিনেতার চরিত্রে অভিনয় করে প্রথম মুসলিম অভিনেতা হিসেবে অস্কার জিতেছেন কৃষ্ণাঙ্গ অভিনেতা মাহেরশালা আলি। তিনি সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কারটি জিতে নিয়েছেন।
এখানে রইল অস্কারের সেরা পুরস্কার বিজয়ীদের তালিকা:
সেরা ছবি: ‘মুনলাইট’
সেরা অভিনেত্রী: এমা স্টোন, ‘লা লা ল্যান্ড’
সেরা অভিনেতা: ক্যাসি অ্যাফ্লেক, ‘ম্যানচেস্টার বাই দ্য সি’
সেরা পরিচালক: ড্যামিয়েন চ্যাজেল, ‘লা লা ল্যান্ড’
সেরা পার্শ্ব অভিনেত্রী: ভায়োলা ডেভিস, ‘ফেন্সেস’
সেরা পার্শ্ব অভিনেতা: মাহেরশালা আলি, ‘মুনলাইট’
সেরা অবলম্বিত চিত্রনাট্য: ‘মুনলাইট’
সেরা মৌলিক চিত্রনাট্য: ‘ম্যানচেস্টার বাই দ্য সি’
সেরা মৌলিক গান: সিটি অফ স্টারস, ‘লা লা ল্যান্ড
সেরা চিত্রগ্রহণ: ‘লা লা ল্যান্ড’
সেরা মৌলিক স্কোর: ‘লা লা ল্যান্ড’
সেরা অ্যানিমেটেড ফিচার: ‘জুটোপিয়া’
সেরা বিদেশি ভাষার ছবি: ‘দ্য সেলস ম্যান’
সেরা ডকুমেন্টারি ফিচার: ‘ও.জে.: মেড ইন অ্যামেরিকা’
সেরা লাইভ অ্যাকশন শর্ট: ‘সিঙ’
সেরা ডকুমেন্টারি শর্ট সাবজেক্ট: ‘দ্য হোয়াইট হেলমেটস’
সেরা এডিটিং: ‘হ্যকস রিজ’
সেরা ভিজ্যুয়াল অ্যাফেক্টস: ‘দ্য জাঙ্গল বুক’
সেরা প্রডাকশন ডিজাইন: ‘লা লা ল্যান্ড’
সেরা অ্যানিমেটেড শর্ট: পাইপার
সেরা শব্দ মিশ্রণ: ‘হ্যাকস রিজ’
সেরা শব্দ সম্পাদনা: ‘অ্যারাইভাল’
সেরা মেকআপ এবং চুল: ‘সুইসাইড স্কোয়াড’
সেরা পোশাক ডিজাইন: ‘ফ্যান্টাস্টিক বিস্টস অ্যান্ড হোয়্যার টু ফাইন্ড দেম’

সূত্র: বিজনেস ইনসাইডার

পূর্ববর্তী নিবন্ধসিফাত হত্যায় স্বামীর ১০ বছরের সাজা
পরবর্তী নিবন্ধইতালির নাপলিতে খুলনা কল্যাণ সমিতির অভিষেক