মাধবপুরে ২৭ পেট্রলবোমা ও ৪৮ ককটেল উদ্ধার

পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের সীমান্তবর্তী এলাকা থেকে ককটেল ও পেট্রলবোমা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। সোমবার ভোরে উপজেলার ওই গ্রামের সীমান্তবর্তী এলাকার পরিত্যক্ত একটি টয়লেট থেকে ৪৮টি ককটেল, ৫টি কৌটা, ২৭টি পেট্রলবোমা, ১ লিটার পেট্রল ও ১টি মোমবাতি উদ্ধার করা হয়।

বিজিবির শ্রীমঙ্গল ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর সাড়ে ৩টার দিকে গোবিন্দপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে সুজন মিয়ার (৩০) বাড়ির বাইরে একটি পরিত্যক্ত টয়লেটের ট্যাংকির ভেতর থেকে ৪৮টি ককটেল, ৫টি কৌটা, ২৭টি পেট্রলবোমা, ১ লিটার পেট্টোল ও ১টি মোমবাতি উদ্ধার করা হয়। এগুলো একটি স্কুল ব্যাগের ভেতরে রাখা ছিল।

পূর্ববর্তী নিবন্ধঅস্কারে সেরা চলচ্চিত্রের নাম ঘোষণায় ভুল
পরবর্তী নিবন্ধখুলনায় আওয়ামী লীগ নেতার ভাইকে গলাকেটে হত্যা