পপুলার২৪নিউজ ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসের যৌথ অধিবেশনে বক্তব্য দেবেন। এ নিয়ে শুরু হয়েছে নানা কৌতূহল।
প্রথা অনুযায়ী, দিনটিতে প্রেসিডেন্টকে উভয় দলের জনপ্রতিনিধিরা সর্বোচ্চ সম্মান দেখান। নিজ দলের জনপ্রতিনিধিরা প্রেসিডেন্টের বক্তৃতার সময় দাঁড়িয়ে সমর্থন জানান। খুব অপছন্দের বক্তব্য হলে বিরোধী দলের প্রতিনিধিরা মার্জিত ধ্বনির মাধ্যমে তাঁদের অসন্তোষের কথা জানিয়ে দেন।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় আগামীকাল মঙ্গলবার রাতে কংগ্রেসের যৌথ অধিবেশনে কী বক্তব্য দেবেন প্রেসিডেন্ট ট্রাম্প, তা নিয়ে নিশ্চিত নয় কোনো মহল।
অন্যদিকে, ফুঁসে ওঠা ডেমোক্রেটিক পার্টির প্রতিনিধিরা কী প্রতিক্রিয়া দেখান, এ নিয়েও চলছে বিভিন্ন আলোচনা।
কংগ্রেসের যৌথ অধিবেশনে প্রথমবার উপস্থিত হয়ে ট্রাম্প কার্যত জাতির উদ্দেশে বক্তব্য দেবেন। তাঁর ওই বক্তব্যের দিকে চেয়ে আছে সারা বিশ্ব।
ক্ষমতা গ্রহণের মাত্র ৪০ দিনের মাথায় ট্রাম্প তাঁর ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’ স্লোগান নিয়ে সাফল্যের কথাই বলবেন বলে আভাস দিয়েছে মার্কিন গণমাধ্যমগুলো।
ন্যাশনাল পাবলিক রেডিওর এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প এরই মধ্যে বলেছেন, আমেরিকা আবার ফিরে আসছে। গর্জন শোনা যাচ্ছে। তবে ৪০ দিনের মাথায়ও প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর প্রশাসন গোছাতে পারেননি। তিনি ওবামা কেয়ার বাতিল, অভিবাসন, কর সংস্কার নিয়ে কথা বলবেন বলে ধারণা করা হচ্ছে।
মার্কিন কংগ্রেসে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ। তাদের মধ্যে ঐক্য ও সংহতির কথা ট্রাম্প বলবেন—এমন আশা করছে না মার্কিন গণমাধ্যম।
সংবাদমাধ্যমের সঙ্গে একধরনের যুদ্ধ ঘোষণা করেছেন ট্রাম্প। কংগ্রেসের যৌথ অধিবেশনে আবারও এ বিষয় নিয়ে তিনি সোচ্চার হবেন বলে মনে করা হচ্ছে।
প্রথা অনুযায়ী প্রেসিডেন্টের বক্তব্যের পর বিরোধী দলের পক্ষ থেকে প্রতিক্রিয়া জানিয়ে বক্তব্য দেওয়া হয়।
ট্রাম্পের বক্তব্যের পর ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে প্রতিক্রিয়া জানিয়ে বক্তব্য দেবেন কেনটাকি অঙ্গরাজ্যের সাবেক গভর্নর স্টিভ বেশিয়ার। কংগ্রেসে ডেমোক্রেটিক পার্টির নেতা চার্লস শুমার ও সিনেটে ডেমোক্রেটিক পার্টির নেতা ন্যান্সি পেলোসি গত রোববার এ তথ্য জানিয়েছেন।
সাবেক গভর্নর স্টিভ বেশিয়ার ওবামাকেয়ার বহাল রাখার পক্ষে যুক্তি তুলে ধরবেন বলে জানানো হয়েছে।