ও’কিফকে তৈরিই করেন এক ভারতীয় স্পিনার

পপুলার২৪নিউজ ডেস্ক:
একেই বলে কাটা দিয়ে কাটা তোলা। ভারত বধে আরেক ভারতীয়কে ব্যবহার করেছে অস্ট্রেলিয়া।

এরই ফলে পুনেতে এক স্পিনার স্টিভ ও’কিফের কাছে ব্যাটিং শক্তিধর ভারত অসহায় আত্মসমর্পণ করে। মাত্র তিন দিনে অস্ট্রেলিয়া টেস্টে জিতে নেয় বিশাল ব্যবধানে।

ও’কিফ দুই ইনিংস মিলে ১২ ভারতীয় ব্যাটসম্যানদের ফেরান। উভয় ইনিংসেই ৩৫ রান করে খরচায় সমান ৬টি করে উইকেট পান।

অথচ অস্ট্রেলিয়ান এই স্পিনারকে তৈরিই করেছেন এক ভারতীয় স্পিনার। ২০১৫ সালে অস্ট্রেলিয়া ‘এ’ দলের বোলিং কোচ হন ভারতীয় শ্রীধরণ শ্রীরাম। তিনিই ছাত্র হিসেবে পেয়েছিলেন স্টিভ ও’কিফকে। ওই একই বছর বাংলাদেশে সফররত অস্ট্রেলিয়া দলের কোচিং স্টাফ টিমেও ছিলেন শ্রীরাম।

তিনিই ঘষেমেজে তৈরি করেন ও’কিফকে। এজন্য সাফল্যের পর প্রথমে তিনি স্মরণ করেন কোচ শ্রীরামকে।

প্রথম ইনিংসে ৬ উইকেট নেয়ার পরই ও’কিফ সাংবাদিকদের বলেন, ‘আমি খুব ভাল কোচ পেয়েছি। যারা সোজাসাপটাভাবে আমার ভুল ধরিয়ে দিয়েছেন। সরাসরি বলেছেন সব সমস্যার কথা। যেটা খুব ভাল।’

তিনি আরও বলেন, ‘আমার মতে শ্রী (শ্রীরাম) দারুণ স্পিন বোলিং কোচ। আমি অনেকটা সময় তার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। যেটা আমাকে অনেক সাহায্য করেছে।’

ও’কিফ এর আগে চারটি টেস্ট খে‌লেছেন। অভিষেক হয়েছিল ২০১৪ সালে পাকিস্তানের বিরুদ্ধে। কিন্তু নিয়মিত খেলার সুযোগ হয়নি। দেশের হয়ে খেলার জন্য বিগ ব্যাশ লিগ থেকেও নাম তুলে নিয়েছিলেন। যাতে ভারত সফরের জন্য নিজেকে ভাল মতো তৈরি করতে পারেন।

এরপর ইংলিশ স্পিনার মন্টি পানেসরের সঙ্গেও দুবাইয়ে অনুশীলন করেন ও’কিফ। যে মন্টি পানেসরের হাত ধরে ২০১২ সালে ভারতে সিরিজ জিতেছিল ইংল্যান্ড।

দুবাইয়ে ভারত সফরের আগে শিবির করেছিল অস্ট্রেলিয়া। সঙ্গে ছিলেন বোলিং কোচ শ্রীরাম। যার থেকে ভারতীয় কন্ডিশনে কীভাবে বল করতে হবে সেটা শিখেছিলেন। আর শেষ পর্যন্ত ভারতের মাটিতেই নিজেকে প্রমাণ করলেন ও’কিফ।

পূর্ববর্তী নিবন্ধখালেদার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই : বাহাউদ্দিন নাছিম
পরবর্তী নিবন্ধজিহাদের মৃত্যু: চারজনের ১০ বছরের কারাদণ্ড