গাংনীতে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ২৫

পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
বিরোধপূর্ণ জমিতে ‘স’ মিল বসানোকে কেন্দ্র করে সৃষ্ট ঘণ্টাব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষে গ্রাম আওয়ামী লীগের সভাপতি এবং মুক্তিযোদ্ধাসহ উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন বেতবাড়িয়া গ্রাম আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউনিয়ন সদস্য জমির উদ্দীন (৬৫), স্ত্রী হাজেরা খাতুন (৫৫), ছেলে রবিউল ইসলাম (৩৫), মেয়ে খুকু মনি (৩৮), ছোট ভাই আমির উদ্দীন শেখ (৫৫), স্ত্রী পিনা খাতুন (৫০), আব্দুল হান্নান বিশ্বাস (৮০), লালন হোসেন (২৮)। প্রতিপক্ষের আহতরা হলেন, মুক্তিযোদ্ধা আব্দুর রহমান (৬৪), সেকেন্দার আলী (৪৫), কামরুল ইসলাম (৪২), ফারুক হোসেন (৪০), চায়েন উদ্দীন (৭৫), কিয়ামতুল্লাহ (৭৫), স্বপন আলী (৩২)। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে আওয়ামী লীগ নেতা জমির উদ্দীনের অবস্থা আশঙ্কাজনক।

গাংনী থানার ওসি আনোয়ার হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধলেভানদোভস্কির হ্যাটট্রিকে বায়ার্নের গোলউৎসব
পরবর্তী নিবন্ধশীর্ষস্থান মজবুত করলো চেলসি