পপুলার২৪নিউজ,নীলফামারী প্রতিনিধি:
‘সুন্দরবন বাঁচাও, দেশ বাঁচাও’- এ স্লোগানকে সামনে রেখে নীলফামারীতে মহাসড়কে গণ অবস্থান কর্মসূচি পালন করেছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। আজ শনিবার বেলা ১১টার দিকে শহরের কালিবাড়ি মোড় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরঙ্গী মোড়ে অবস্থান কর্মসূচি পালন করে।
এ সময় তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির জেলা আহ্বায়ক শ্রীদাম দাসের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন জেলা সিপিবির সভাপতি আতিয়ার রহমান, সিপিবি নেতা স্মরণী বিশ্বাস, প্রিন্স চাকলাদার, তারিণী মোহন অধিকারী, উদাস রায়, জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি আবুল মনসুর ফকির, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি কমল সরকার, সদস্য শম্পা রায় প্রমুখ।
বক্তারা বলেন, বিদ্যুৎ উৎপাদনের বিকল্প অনেক আছে, কিন্তু সুন্দরবনের কোনো বিকল্প নেই। সেই সুন্দরবন ঘিরে রামপাল বিদ্যুৎকেন্দ্রসহ পরিবেশবিধ্বংসী বিভিন্ন প্রকল্প ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে সুন্দরবনকে। বাংলাদেশ রক্ষাকারী সুন্দরবন বাঁচাতে পরিবেশ ও বনবিধ্বংসী রামপাল বিদ্যুৎকেন্দ্র বাতিলের দাবি জানান বক্তারা।