ভারতে পুরস্কৃত বাংলাদেশের দুই নারী নির্মাতা

পপুলার২৪নিউজ ডেস্ক:
ভারতের পাটনায় অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছেন বাংলাদেশের দুই নারী নির্মাতা। তারা হলেন তাসমিয়াহ আফরিন মৌ এবং শবনম ফেরদৌসি।

গত ১৬ ফেব্রুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত ভারতের পাটনায় অনুষ্ঠিত হয় বোধিসত্ত্ব ইন্টারনাল ফিল্ম ফেস্টিভ্যাল। এতে খনা টকিজ প্রযোজিত তাসমিয়াহ আফরিন মৌ এর ‘কবি স্বামীর মৃত্যুর পর আমার জবানবন্দি’ চলচ্চিত্রটি আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য বিভাগে সিলভার বোধিসত্ত্ব অ্যাওয়ার্ড পেয়েছে।

শবনম ফেরদৌসি পরিচালিত ‘জন্মসাথী’ পেয়েছে উৎসবের ইন্টারনাল ডকুমেন্টারি ফিল্ম বিভাগের স্পেশাল জুরি মেনশন অ্যাওয়ার্ড।

পূর্ববর্তী নিবন্ধহিলি সীমান্তে প্রথমবারের মতো বিজিবির নারী সদস্য মোতায়েন
পরবর্তী নিবন্ধআশুলিয়ায় র‌্যাবের সঙ্গে গুলিবিনিময়, গুলিবিদ্ধসহ আটক ৬