পপুলার২৪নিউজ ডেস্ক:
সিরিয়ার আল-বাব শহরের একটি গ্রামে কথিত ইসলামিক স্টেট-আইএস জঙ্গিদের গাড়িবোমা হামলায় কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বহুসংখ্যক।
শুক্রবার আল-বাব শহরের নিকটবর্তী একটি চেক পয়েন্টে হামলার ঘটনায় এ হতাহতের ঘটনা ঘটে। খবর আলজাজিরা’র।
নিরাপত্তা বাহিনী জানায়, আল-বাব শহরে ঢোকার জন্য উত্তর পশ্চিম দিকে সৌশিয়ান গ্রামের চেক পোস্টে অনেক লোক জড়ো হয়। তাদের লক্ষ্যে গাড়িবোমা হামলা চালায় আইএস জঙ্গিরা।
সূত্র জানায়, নিহতদের বেশিরভাগই সাধারণ নাগরিক। এতে ৭০ জনেরও বেশী আহত হয়েছেন।
বৃহস্পতিবার তুর্কি সমর্থিত সিরীয় বিদ্রোহীরা আইএস জঙ্গিদের হটিয়ে আল-বাব শহরের নিয়ন্ত্রণ নেয়। তবে এখনো সেখানে বিচ্ছিন্নভাবে সংঘর্ষ অব্যাহত রয়েছে।