পপুলার২৪নিউজ ডেস্ক:
ওয়ানডে ক্রিকেটে নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক হলেন অভিজ্ঞ ব্যাটসম্যান রস টেইলর। বুধবার ক্রাইস্টচার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে ক্যারিয়ারের ১৭তম সেঞ্চুরির স্বাদ পান টেইলর। ফলে নাথান অ্যাস্টলকে পেছনে ফেলে নিউজিল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক বনে যান তিনি। ১৬টি সেঞ্চুরি নিয়ে দ্বিতীয় স্থানে চলে গেলেন অ্যাস্টল।
অস্ট্রেলিয়ার বিপক্ষে গেল তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষটিতে সেঞ্চুরি হাঁকিয়ে অ্যাস্টলকে স্পর্শ করেছিলেন টেইলর। এবার অ্যাস্টলকে টপকে গেলেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে ১১০ বলে ১০২ রানের অপরাজিত ইনিংস খেলেন টেইলর। তার ইনিংসে ৮টি চার ছিল।
নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক হবার পথে আরও একটি মাইলফলক স্পর্শ করেন টেইলর। ব্ল্যাক-ক্যাপসদের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। তার ওপর আছেন স্টিফেন ফ্লেমিং, নাথান অ্যাস্টল ও ব্রেন্ডন ম্যাককালাম। ফ্লেমিং ২৭৯ ম্যাচে ৮০০৭ রান, অ্যাস্টল ২২৩ ম্যাচে ৭০৯০ ও ম্যাককালাম ২৬০ ম্যাচে ৬০৮৩ রান করেন। টেইলরের বর্তমান রান ১৮০ ম্যাচে ৬০৫২ রান।
ওয়ানডেতে নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ সেঞ্চুরি করা ক্রিকেটাররা :
খেলোয়াড় | ম্যাচ | রান | সেঞ্চুরি |
রস টেইলর (২০০৬-২০১৭) | ১৮০ | ৬০৫২ | ১৭ |
নাথান অ্যাস্টল (১৯৯৫-২০০৭) | ২২৩ | ৭০৯০ | ১৬ |
মার্টিন গাপটিল (২০০৯-২০১৭) | ১৪১ | ৫২৩০ | ১১ |
স্টিফেন ফ্লেমিং (১৯৯৪-২০০৭) | ২৭৯ | ৮০০৭ | ৮ |
কেন উইলিয়ামসন (২০১০-২০১৭) | ১০৮ | ৪৩০ |