সন্তান লালনে বয়ঃজ্যেষ্ঠদের ভূমিকা

পপুলার২৪নিউজ ডেস্ক:

কর্মজীবী বাবা-মারা অনেক সময় এতোটাই ব্যস্ত থাকেন যে, সন্তানদের প্রতি সঠিকভাবে খেয়াল রাখতে পারেন না। এ সময় দাদা-দাদি ও নানা-নানিরাই একমাত্র নিরাপদ আশ্রয় হয়ে দাঁড়ায় শিশুর কাছে।

এ যুগে বেশিরভাগ পরিবারেই শিশুদের নয়নের মণি হয়ে ওঠেন তাদের দাদা-দাদি বা নানা-নানিরা। কারণ প্রয়োজনের সময় তারা বাবা-মায়েদের কাছেই পান না। সে কারণেই তো বর্তমান প্রজন্মের কাছে তাদের দাদা-দাদি ও নানা-নানি একমাত্র লাইফলাইন হয়ে দাঁড়ায়।

একটা সময় ছিল যখন পরিবারের খুঁটি হয়ে বাবা-মায়েরা সন্তানদের বড় করার পাশাপাশি পুরো সংসারের দেখভাল করতেন। কিন্তু এখন জীবন-জীবিকার জন্য তারা কর্মজীবী শিশুদের সময় দিতে পারেন না। তাই তো পরিবারে দাদা-দাদি ও নানা-নানিদের গুরুত্ব বেড়েছে।

তাই সন্তান লালন-পালনে দাদা-দাদি ও নানা-নানির ভূমিকা কি তা নিম্নে আলোচনা করা হল;

* আপনি যখন কোনো কাজে বাইরে থাকেন তখন আপনার সন্তানটি দাদা-দাদির কাছে ভালো সঙ্গ পায়। সারাদিন নিরাপদে তাদের ছায়ায় থাকে। এতে আপনিও কর্মক্ষেত্রে থাকেন নিশ্চিন্তে।

* দাদা -দাদি ও নানা-নানিরা নাতি-নাতনিকে আদরে স্কুল থেকে নিয়ে আসেন এবং সেখানকার সব খবর রাখেন। এতে শিশুরা একজন সঠিক অভিভাবক পান এবং নিয়মিত বাড়ির কাজ করে ও স্কুলে মনোযোগী হয়।

* শিশুটি বাসায় নিজেকে কখনো একা মনে করে না। সব সময় তার পাশে একজনকে পায়। দাদা-দাদিরাও তাকে চোখের মণি মনে করে।

* দাদা -দাদি ও নানা-নানিরা বুড়ো বয়সের লাঠি হিসেবে পাশে পায় ওই শিশুটিকে। বুড়ো বয়সে অবসরে তাদেরও ভালো সময় কাটে।

* দাদা-দাদিদের মধ্যে শেখানোর প্রবণতা বেশি থাকে যেমন: গান, ছড়া,গল্প বলা বা কাজ করা ইত্যাদি। শিশুরা তাদের পাশে থেকে খুব সহজেই এসব শিখে ফেলে ও বাবা-মাকে চমকে দেয়।

* এটা সত্যি সারাদিন কর্মজীবী বাবা-মায়ের শিশুকে ভালোবাসর সুযোগ পান না। কিন্তু এটা ভেবে অন্তত আশ্বস্থ হন- তারাতো দাদা -দাদি ও নানা-নানির সঙ্গেই আছেন।

* বয়সের কারণে সব সময় নাতি-নাতনিদের পিছনে ছোটা দাদা-দাদি ও নানা-নানির পক্ষে সম্ভব হয় না কিন্তু তদারকিতো করতে পারেন। বিশেষ করে ইমারজেন্সি পরিস্থিতিতে তারা শিশুদের পাশে থাকেন এবং সবকিছু সামাল দিতে পারেন।

* শিশুরা নদী দেখে না, সাঁতার জানে না। ঝড়ের দিনে আম কুড়ানো অসাধারণ রোমাঞ্চকর সাহসিকা তাদের জীবনে ঘটে না! কিন্তু এটাই বাস্তবায়ন করেন দাদা-দাদি ও নানা-নানিরাই।

* শিশুরা পারিবারিক ও সংস্কৃতির প্রতি অনুগত হতে শেখান দাদা-দাদি ও নানা-নানিরা। এতে শিশুরা পান যৌথ পারিবারিক বন্ধনের আনন্দ।

* কোমলমতি শিশুরা অনেক চঞ্চল হয় তাই তাদের একটু শাসন করা জরুরি। শিশুদের শাসন করার জন্য মাঝে মধ্যে দাদা-দাদি অল্প বকুনি বা সামান্য মারধের করতেই পারেন। এতে খারাপ কিছু নেই। এতে আপনার সন্তানের ভালোই হবে।

পূর্ববর্তী নিবন্ধব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ
পরবর্তী নিবন্ধগ্যাসের দাম বাড়ছে, ঘোষণা বিকালে