একুশের চেতনা প্রজন্মের পর প্রজন্ম ছড়িয়ে দিতে হবে : প্রতিমন্ত্রী

পপুলার২৪নিউজ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করে একুশের চেতনা প্রজন্মের পর প্রজন্ম ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দিল্লীতে আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস ও অমর একুশে উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ১৯৫২সালের ২১শে ফ্রেরুয়ারিতে পাকিস্তানী স্বৈরশাসকদের বর্বরতার বিরুদ্ধে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারাগারে আটক অবস্থায় কয়েদিদের নিয়ে অনশন করেছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, আমরা নিরপেক্ষ নই, আমরা জঙ্গিবাদের বিপক্ষে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এবং স্বাধীনতার স্বপক্ষে। তিনি আরো বলেন, দেশাত্মবোধ থাকলে সকল বাধাকেই অতিক্রম করা যায়। এজন্যে দেশাত্মবোধকে সর্বাগ্রে স্থান দিতে হবে,  তারপর অন্যদেশের ভালো কিছু থাকলে সেটা গ্রহণ করতে হবে।

এ ছাড়াও অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দিতে গিয়ে দিল্লীতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী বলেন, ১৯৫২সালের ২১শে ফ্রেব্রুয়ারি থেকেই আমাদের মুক্তির যাত্রা শুরু হয়েছিল। এ পথের সকল বাধা অতিক্রম করে আমরা স্বাধীনতা অর্জন করেছি। ২১শে ফেব্রুয়ারী এমন একটা দিন, যেদিন মানুষ মাতৃভাষায় কথা বলার অধিকার প্রতিষ্ঠার জন্য প্রথম প্রাণ দিয়েছিল।

পূর্ববর্তী নিবন্ধজীবনযাত্রায় বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ২১ দেশ
পরবর্তী নিবন্ধনিজেকে নির্দোষ প্রমাণে বর্বরতার শিকার ৫ কিশোর