হংকংয়ের সাবেক প্রধান নির্বাহীর ২০ মাসের কারাদণ্ড

পপুলার২৪নিউজ ডেস্ক:
হংকংয়ের সাবেক প্রধান নির্বাহী ডোনাল্ড স্যাংকে উচ্চ পর্যায়ের দুর্নীতির এক মামলায় অসদাচরনের জন্য দোষী সাব্যস্ত করে ২০ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।

হংকংয়ের ইতিহাসে সর্বোচ্চ পদাধিকারী সাবেক কর্মকর্তার বিরুদ্ধে বুধবার এ রায় ঘোষণা করে হাইকোর্ট।

স্যাং ক্ষমতায় থাকার সময় একজন ব্যবসায়ীকে একটি সম্প্রচার লাইসেন্স দেয়ার বিনিময়ে নিজের অবসরের সময় একটি বিলাসবহুল ফ্ল্যাট ভাড়া নেয়ার পরিকল্পনা করেন।

এ বিষয়টি গোপন করেই মন্ত্রিসভায় ওই ব্যবসায়ীকে সম্প্রচার লাইসেন্স দেয়ার বিষয়টি অনুমোদন করেন স্যাং।

ব্রিটিশ কর্তৃত্বাধীন হংকং ১৯৯৭ সালে চীনের কাছে হস্তান্তরের আগে-পরে এর প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করেন দণ্ডিত ডোনাল্ড স্যাং।

সর্বশেষ ২০০৫ থেকে ২০১২ সাল পর্যন্ত সাত বছর হংকংয়ের প্রধান নির্বাহী ছিলেন তিনি।

হংকংয়ের নেতৃত্বদান এবং ৯৭-৯৮ সালে এশিয়ার অর্থনৈতিক মন্দার সময় ক্যারিশমাটিক ভূমিকার জন্য খ্যাতিমান ছিলেন স্যাং।

তবে সম্প্রতি দুর্নীতির একাধিক অভিযোগ ওঠায় বিতর্কের মুখে পড়েন হংকংয়ের এ সাবেক প্রধান নির্বাহী। অবশেষে একটি মামলায় দোষী সাব্যস্ত হয়ে কলংকিত হন তিনি।

ছয় সপ্তাহের বিচার শেষে গত শুক্রবার হাইকোর্টের নয়জন বিচারকের সমন্বয়ে গঠিত জুরি বোর্ড সরকারি অফিসে অসদাচরণের দায়ে স্যাংকে দোষী সাব্যস্ত করেছিল।

এই অভিযোগে বলা হয়েছে, ধনকুবের ব্যবসায়ী বিল ওং চো-বাউয়ের মালিকানাধীন রেডিও কোম্পানি ‘ওয়েভ মিডিয়া’কে ডিজিটাল সম্প্রচার লাইসেন্স দেয়ার বিনিময়ে ফ্ল্যাট ভাড়ার বিষয়ে সমঝোতা করেন।

হংকংয়ের মন্ত্রিসভায় ওই সম্প্রচার লাইসেন্স সময় এ লেনদেনের বিষয়টি গোপন রাখেন ডোনাল্ড স্যাং।

বুধবার এ অভিযোগের রায় ঘোষণাকালে হাইকোর্টের বিচারক অ্যান্ড্রু চান বলেন, আমার বিচারিক ক্যারিয়ারে এত উচ্চপর্যায়ের কোনো ব্যক্তির পতন দেখিনি।

তিনি বলেন, দোষী স্যাং বিগত ৪০ বছর ধরে সরকারি কাজে নিজেকে উৎসর্গ করেছেন এ নিয়ে কোনো বিতর্ক নেই।

হংকংয়ে অসদাচরনের জন্য সর্বোচ্চ শাস্তি দেয়ার বিধান রয়েছে।কিন্তু স্যাংয়ের অবদান বিবেচনা করে হংকংয়ের সাবেক শীর্ষ কর্মকর্তারাসহ গণ্যমান্য অনেকেই স্যাংয়ের দণ্ড হ্রাস করার আবেদন জানিয়েছিলেন।

বিচারক চান বলেন, তিনি স্যাংকে ৩০ মাসের কারাদণ্ড দিতে যাচ্ছিলেন। কিন্তু তার উন্নত চরিত্র এবং হংকংয়ের প্রতি তার অবদানের কথা বিবেচনা করে ১০ মাস কারাদণ্ড কমানো হয়েছে।

অসুস্থতার জন্য সোমবার রাত থেকে হাসপাতালে ভর্তি ছিলেন ডোনাল্ড স্যাং। রায় উপলক্ষে বুধবার তাকে হাতকড়া পরিয়ে আদালতে হাজির করে পুলিশ। তখনও স্যাং তার বিখ্যাত বো-টাই পরা ছিলেন।

রায়ের পর আদালতের বাইরে স্যাংয়ের স্ত্রী সেলিনা বলেন, এ রায়ের বিরুদ্ধে তার স্বামী আপিল করবেন।

তিনি সাংবাদিকদের বলেন, আজকের দিনটি অত্যন্ত কালো একটি দিন। আদালতের সিদ্ধান্তের ব্যাপারে আমি এবং আমার পরিবার হতাশ এবং ব্যথিত হয়েছি।

উল্লেখ্য, স্যাংয়ের বিরুদ্ধে দুটি অসদাচরণ এবং একটি ঘুষ গ্রহণের অভিযোগ ছিল।

এরমধ্যে অসদারচনের দুটির নিষ্পত্তি হলো। অপর অসদাচরণের অভিযোগ থেকে খালাস পেয়েছেন তিনি। ঘুষ গ্রহণের অভিযোগের নিষ্পত্তি হবে সেপ্টেম্বরে।

পূর্ববর্তী নিবন্ধমির্জাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস দোকানে, আহত ৯
পরবর্তী নিবন্ধআইপিএলের ওপর খেপেছেন মিয়াঁদাদ