জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে ফার্মেসিসহ তিন দোকানের ভেতরে ঢুকে পড়েছে। এসময় নয়জন বাস যাত্রী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
বুধবার সকাল ৮টার দিকে ঢাকা- টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের রনারচালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতাল ও টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জামালপুর থেকে ছেড়ে আসা অতিরিক্ত যাত্রীবোঝাই ঢাকাগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গোড়াই রনারচালা এলাকায় মহাসড়কের পাশের একটি ফার্মেসি ও দুইটি মুদি দোকানে ঢুকে পড়ে।
এ ঘটনায় হাফসা ফার্মেসির মালিক মুক্তার হোসেন, মুদি দোকানদার সিরাজ ও মোস্তফা ভুঁইয়া প্রাণে রক্ষা পেলেও তিনটি দোকানের প্রায় ৫/৬ লাখ টাকার মালামালের ক্ষতি হয়েছে বলে দোকান মালিকরা জানিয়েছেন।
এ ব্যাপারে মির্জাপুর ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. আতাউর রহমান বলেন, আহত যাত্রীদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে পাঠানো হয়েছে।