বাঁচা-মরার ম্যাচে লড়ে চলছে টাইগ্রেসরা

পপুলার২৪নিউজ ডেস্ক: পপুলার২৪নিউজ ডেস্ক: বিশ্বকাপ বাছাই পর্বের আজকের ম্যাচে শুধু জিতলেই চলবে না, রানরেটটাও বাড়িয়ে নিতে হবে। তবেই নারীদের বিশ্বকাপের মূলপর্বে খেলার টিকিট মিলবে। এই কঠিন সমীকরণে দাঁড়িয়ে আজ রবিবার সুপার সিক্সের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে লড়ছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত লঙ্কানরা ৪৭ ওভারে ৭ উইকেটে ১৮৮ রান সংগ্রহ করেছে।

শ্রীলঙ্কার নন্দেস্ক্রিপ্ট ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। ৩৯ রানে প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা। সালমা খাতুনের বলে এলবিডাব্লিউ হয়ে যান নিপুনি হান্সিকা (১৯)। এরপর আরও একটি বড় জুটি গড়ার চেষ্টা করে স্বাগতিকরা। কিন্তু অপর ওপেনার হাসিনি পেরেরাকে (৩২) উইকেটকিপার নিগার সুলতানার ক্যাচে পরিণত করেন অধিনায়ক রুমানা আহমেদ।   দলীয় ১০৭ রানে প্রসাদানি বিরাকোডিকে (১০) ফেরান শায়লা শারমিন।

পূর্ববর্তী নিবন্ধম্যাচ ফিক্সিং: দীর্ঘমেয়াদে নিষিদ্ধ হচ্ছেন দুই পাক ক্রিকেটার
পরবর্তী নিবন্ধমায়ানমারের বিপক্ষে বাংলাদেশের দাপুটে জয়