পপুলার২৪নিউজ ডেস্ক:
‘লৌহমানবী’ খ্যাত ভারতের মণিপুর রাজ্যের মানবাধিকার কর্মী ইরম শর্মিলা চানু বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। আগামী মার্চ মাসে রাজ্যের বিধানসভা নির্বাচনের পরই তিনি বিয়ে করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন।
বিয়ের বিষয়টি হুট করে প্রকাশ করলেন না তিনি; সব প্রস্তুতি নিয়েই সাংবাদিকদের জানালেন। ঠিক করা আছে পাত্রও। ডেসমন্ড কৌটিনহো; তার দীর্ঘদিনের সহকর্মী। অনশনের সময় শর্মিলার পাশেই ছিলেন এই ব্যক্তি।
এএফএসপিএ (১৯৫৮) আইন প্রত্যাহারের দাবিতে ২০০০ সালের ৪ নভেম্বর আমরণ অনশনে বসেছিলেন শর্মিলা চানু। ১৬ বছর পর গতবছর অর্থাৎ ২০১৬ সালের ৯ অগাস্ট অনশন প্রত্যাহার করেন তিনি।
বর্তমানে শর্মিলার ব্যস্ততা নির্বাচন নিয়ে, রাজধানী ইম্ফলের হাসপাতাল থেকেই নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছেন। দিন কাটছে তার ইম্ফল হাসপাতালে সিকিউরিটি ওয়ার্ডে।