ভারত-বাংলাদেশ পণ্যবাহী জাহাজ চলাচল শুরু

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
কলকাতা বন্দর থেকে ভারতীয় কন্টেইনার বোঝাই জাহাজ এমভি নৌ কল্যাণ-১ সরাসরি কেরানীগঞ্জের পানগাঁও নদীবন্দরে এসে পৌঁছছে। ৬৫টি কন্টেইনার নিয়ে ছেড়ে আসার প্রায় আড়াই দিন পর শুক্রবার সকালে জাহাজটি বুড়িগঙ্গা তীরে পানগাঁও পোর্টে এসে নোঙ্গর করে। এর মধ্য দিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের সরাসরি পণ্যবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে।

শুক্রবার সকালে পানগাঁও পোর্টে ভারতীয় পণ্যবাহী জাহাজকে বাংলাদেশে স্বাগত জানিয়ে আন্তর্জাতিকভাবে পোস্টাল শিপিং সার্ভিসের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী তোফোয়েল আহমদ।

এ সময় আরো উপস্থিত ছিলেন নৌ-মন্ত্রী শাজাহান খান, বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা, প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সংসদ সদস্য নূরে আলম চৌধুরী লিটন, নারায়ণগঞ্জের সংসদ সদস্য সেলিম ওসমান, নৌ মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায়, এফবিসিসিআই সভাপতি মাতলুব আহমেদ, ভারতের রিডার লাইন কোম্পানির পরিচালক অমলান বসু, কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ।

উদ্বোধনী বক্তব্যে বাণিজ্যমন্ত্রী বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশে সফরের সময় দুই দেশের মধ্যে কোস্টাল শিপিং এগ্রিমেন্ট হয়েছিল। ওই চুক্তির আওতায় আজকে ভারত থেকে সরাসরি বাংলাদেশে জাহাজ চলাচল শুরু হয়েছে। ভারতের সঙ্গে আমাদের ব্যবসা বাণিজ্যে নবদিগন্তের সূচনা হল।

পূর্ববর্তী নিবন্ধযে পরিকল্পনায় বাংলাদেশকে রেখেছে ব্ল্যাকবেরি
পরবর্তী নিবন্ধ৭৬ শীর্ষ সন্ত্রাসীকে চায় পাকিস্তান