টেকনাফে নিখোঁজ ৩ জেলে ফিরেছে

পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
টেকনাফের শাহপরীর দ্বীপ উপকূলে বঙ্গোপসাগরে জলদস্যুদের কবলে পড়ে নিখোঁজ ৩ জেলে ফিশিং ট্রলারসহ ফিরে এসেছে।

ফিরে আসা জেলেরা হলেন- শাহপরীরদ্বীপ পশ্চিম বাজার পাড়ার আমান উল্লাহ মাঝি, ডেইল পাড়া এলাকার মো. কাসিম ও মো. নুর।

বৃহস্পতিবার সকালে ট্রলারটি শাহপরীর দ্বীপ জেটি ঘাটে পৌঁছেছে বলে নিশ্চিত করেছেন ট্রলার মালিক শাহপরীর দ্বীপের সুলতান আহমদ।

তিনি জানান, মঙ্গলবার রাতে সাগরে ডাকাতির কবলে পরা ট্রলারটিকে জলদস্যুরা পাটোয়ারটেক পর্যন্ত নিয়ে যায়। পরে লুটপাট চালিয়ে ৩ জেলেসহ ট্রলারটি ছেড়ে দেয়।

ট্রলারের ৩ জেলে সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন তিনি।

এদিকে ফিরে আসার পর ঘটনার বিষয়ে জানতে বিজিবি ও কোস্টগার্ড তাদের জিজ্ঞাসাবাদ করেছে বলে জানা গেছে।

উল্লেখ্য গত মঙ্গলবার রাতে শাহপরীর দ্বীপের পশ্চিমে বঙ্গোপসাগরে ৫টি ফিশিং ট্রলার জলদস্যুদের কবলে পড়ে। এসময় ডাকাতদল ৫টি ফিশিং ট্রলারে ডাকাতির পর একটি ফিশিং ট্রলারের ৭ মাঝি মাল্লাকে সাগরে ফেলে দিয়ে অপর ৩ জনকে আটকে রেখে ট্রলারটি ডাকাতি করে নিয়ে যায়।

এ ঘটনায় ৭ জেলেকে সাগর থেকে ভাসমান অবস্থায় জীবিত উদ্ধার করলে ৩ জেলে নিখোঁজ ছিল।

পূর্ববর্তী নিবন্ধসকালে নাস্তা না খেলে শিশুদের হয় ডায়াবেটিস!
পরবর্তী নিবন্ধপ্রধানমন্ত্রী আজ জার্মানি যাচ্ছেন