বুধবার ভোর ৪টার দিকে উপজেলার বেতাগী ইউনিয়নের পশ্চিম বড়ুয়া পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- স্থানীয় বিদ্যালয়ের শিক্ষক কল্যাণ মিত্র বড়ুয়ার মা উষা রানী বড়ুয়া (৯০) ও ছোটভাই অজয় বড়ুয়ার স্ত্রী শান্তা বড়ুয়া (৩৫)।
জানা গেছে, মঙ্গলবার উষা রানী প্রতিদিনের মতো মাটির পাত্রে আগুন জ্বেলে কিছুক্ষণ তাপ নিয়ে বারান্দায় নিজ বিছানায় শুয়ে পড়েন। শান্তা ভিতরের একটি কক্ষে শুয়েছিলেন। এসময় বাড়িতে কোনো পুরুষ সদস্য ছিলেন না।
রাত আনুমানিক ২টার দিকে পাত্রটির আগুনের শিখা পাশে রাখা গ্যাসের চুলা স্পর্শ করে। পরে সিলিন্ডার বিস্ফোরিত হয়ে মুহূর্তেই সারা ঘরে আগুন ছড়িয়ে পড়ে।
এসময় উষা রানী ও শান্তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলেও আগুন নেভানো সম্ভব হয়নি। ফলে বৃদ্ধা ও তার পুত্রবধূ আগুনে ঝলসে যায়। এর পর সকালে আগুন নেভানোর পর তাদের দেহাবশেষ উদ্ধার করা হয়।
রাঙ্গুনিয়া থানার ওসি মো. হুমায়ুন কবির জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনে দগ্ধ হয়ে দুইজনের শরীর সম্পূর্ণ পুড়ে গেছে।