পপুলার২৪নিউজ, নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ):
জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে বিএনপি একক প্রার্থী নিয়ে নামলেও আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থীকে চ্যালেঞ্জ করে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে বিদ্রোহী দুই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। এ নিয়ে দলীয় কর্মী-সমর্থকরা বেকায়দায় পড়েছেন। নেতা-কর্মীদের ‘শ্যাম রাখি না, কূল রাখি’ অবস্থা হয়েছে। অবশ্য আওয়ামী লীগ ও যুবলীগের দায়িত্বশীলরা বলেছেন, যেহেতু এটি দলীয় নির্বাচন, দলের বাইরে যাওয়ার সুযোগ নেই কারও। দলের সিদ্ধান্ত না মানলে কেন্দ্রীয় নির্দেশনা অনুয়ায়ী ব্যবস্থা নেওয়া হবে। আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন। এখানে বিদ্রোহী প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বর্তমান ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা। ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা বিজন কুমার দেব মনোনয়ন পেয়েছেন। এখানে বিদ্রোহী প্রার্থী হয়েছেন উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন। আকমল হোসেন দলীয় প্রার্থী এবং নৌকা প্রতীক পাওয়ায় জগন্নাথপুর উপজেলার সবকয়টি ওয়ার্ড, ইউনিয়ন এবং উপজেলা আওয়ামী লীগের নেতারা তার পক্ষেই অনানুষ্ঠানিক প্রচারণায় নেমেছেন। দলের বিদ্রোহী প্রার্থী মুক্তাদীর আহমদ মুক্তা আঞ্চলিকতা এবং দলীয় বিরোধকে কাজে লাগানোর চেষ্টা করছেন বলে আওয়ামী লীগের একাধিক নেতা কর্মী জানিয়েছেন। বিদ্রোহী প্রার্থী মুক্তাদীর আহমদ মুক্তা বলেছেন, আওয়ামী লীগ গণমানুষের সংগঠন। উপজেলা পরিষদে চেয়ারম্যান প্রার্থী মনোনয়নে গণমানুষের মতামতকে মূল্যায়ন করা হয়নি। এজন্য তৃণমূলের নেতা কর্মীরা আমাকে প্রার্থী করেছেন। বিদ্রোহী প্রার্থী কামাল উদ্দিন বলেন, উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা থেকে ভাইস চেয়ারম্যান পদে বিজন কুমার দেব’র নাম ছাড়া ৩জনের নাম কেন্দ্রে পাঠানো হয়। কিন্তু দলীয় কার্যালয় বিজন কুমারের নাম ঘোষণা করা হয়। এই বিষয়টি যুবলীগের কর্মী সমর্থকরা মানতে পারেননি। তারা আমাকে প্রার্থী করেছেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু বলেন, দলে কোন বিরোধ নেই। দলের পরিচয় দিয়ে কেউ প্রার্থী হলেও দলের নেতা কর্মীরা নৌকার বিপক্ষে যাবে না। সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন বলেন, আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড যে সিদ্ধান্ত দিয়েছে এর বাইরে যাওয়ার সুযোগ নেই। জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার বিরুদ্ধে যারা অবস্থান নেবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩, ভাইস চেয়ারম্যান পদে ৬ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী রয়েছেন। ১৭ ফেব্রুয়ারি প্রার্থীতা প্রত্যাহারের সর্বশেষ দিন এবং ১৮ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে।