পপুলার২৪নিউজ প্রতিবেদক:
টানা ৭ কার্যদিবস উত্থানের পরে দেশের শেয়ারবাজারে মূল্য সূচকের পতন হয়েছে। একইসঙ্গে কমেছে আর্থিক লেনদেন এবং অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।বিশ্লেষকরা এটাকে বাজার সংশোধন হিসাবেই দেখছেন।
বুধবার ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৮ পয়েন্ট কমে দাড়িয়েছে ৫৫৮১ পয়েন্টে। এর আগে টানা ৭ কার্যদিবসের উত্থানে ২৭৬ পয়েন্ট বেড়েছিল।
এদিন ডিএসইতে ১ হাজার ৫৩ কোটি ৬১ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন হয়েছিল ১ হাজার ১৭৩ কোটি ৬৯ লাখ টাকার। এ হিসাবে আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ১২০ কোটি ৮ লাখ টাকা বা ১০ শতাংশ।
ডিএসইতে লেনদেন হওয়া ৩৩০টি কোম্পানির মধ্যে ৯৬টি বা ২৯.০৯ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। অন্যদিকে দাম কমেছে ১৮৮টি বা ৫৬.৯৭ শতাংশ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টি বা ১৩.৯৪ শতাংশ কোম্পানির।
টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লংকাবাংলা ফাইন্যান্সের শেয়ার। এদিন কোম্পানির ৩৯ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা বারাকা পাওয়ারের ৩৯ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৩১ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে এসিআই ফরমুলেশনস।
লেনদেনে এরপর রয়েছে- বেক্সিমকো, এ্যাপোলো ইস্পাত, ফরচুন সুজ, আরএকে সিরামিকস, আইডিএলসি ফাইন্যান্স, প্যাসিফিক ডেনিমস ও তিতাস গ্যাস।
এদিন অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসসিএক্স মূল্যসূচক ২০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১০৪৭৫ পয়েন্টে। বাজারটিতে ৬১ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া ২৫৯টি ইস্যুর মধ্যে দাম বেড়েছে ৮৩টির, কমেছে ১৩৭টির এবং অপরিবর্তীত রয়েছে ৩৯টির।
আগের দিন সিএসইর সিএসসিএক্স মূল্যসূচক ৭৫ পয়েন্ট বেড়েছিল। আর লেনদেন হয়েছিল ৬৯ কোটি ৪৮ লাখ টাকার।