ভারতে আটক থাকার পর দেশে ফিরেছে দুই বাংলাদেশি কিশোর

পপুলার২৪নিউজ,দিনাজপুর প্রতিনিধি:

ভারতের শিশু শোধনাগাড়ে দেড় বছর আটক থাকার পর আজ বুধবার দুপুরে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছে দুই বাংলাদেশি কিশোর। ফিরে আসা দুই কিশোর হলো কুমিল্লার বুড়িচং উপজেলার হরিসপুর গ্রামের বাবুল হোসেনের ছেলে আল-আমিন ও রাজশাহীর গোদাগাড়ী থানার চড়কানা গ্রামের পিয়ারুল ইসলামের ছেলে মনিরুল মোমেন। দালালের মাধ্যমে গতবছর অবৈধভাবে ভারতে গিয়েছিল তারা।

জানা গেছে, আজ বুধবার দুপুরে বাংলাদেশি হিলি ইমিগ্রেশন পুলিশের কাছে ১৩ থেকে ১৫ বছর বয়সী দুই কিশোরকে আইনি প্রক্রিয়া শেষে হস্তান্তর করেছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ। তারা ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিন দিনাজপুরের বালুরঘাট শিশু শোধনাগারে আটক ছিল। হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির স্থানীয় ক্যাম্পের সদস্যরা।

পূর্ববর্তী নিবন্ধমডেলিংয়ে পল-কন্যা
পরবর্তী নিবন্ধখালেদা জিয়া জঙ্গিবাদের আশ্রয়-প্রশয়দাতা-তথ্যমন্ত্রী