সাঁওতালদের পুনর্বাসনে হাইকোর্টের রুল

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে উচ্ছেদ হওয়া সাঁওতালদের পুনর্বাসনে কি ব্যবস্থা নেয়া হয়েছে তা জানাতে গাইবান্ধার জেলা প্রশাসক (ডিসি) ও গোবিন্দগঞ্জের উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আগামী এক মাসের মধ্যে হাইকোর্টকে এ তথ্য জানাতে হবে। একই সঙ্গে উচ্ছেদ হওয়া সাঁওতাল পুনর্বাসনে রুল জারি করা হয়েছে। দুই সপ্তাহের সমাজ কল্যাণ সচিব, গাইবান্ধার ডিসি, গোবিন্দগঞ্জের ইউনও এবং রংপুর সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালককে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

বুধবার স্বপ্রণোদিত হয়ে বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ’র সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

প্রসঙ্গত, গত ৮ জানুয়ারি সাঁওতাল উচ্ছেদের ঘটনার মামলার আলামত নষ্টের বিরুদ্ধে রিট করেন এক আইনজীবী। তার আবেদনের প্রেক্ষিতে হাইকোর্টের জারি করা রুলের শুনানি ছিল আজ। ওই রুলের শুনানিকালে স্বপ্রণোদিত হয়ে হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশনা ও রুল জারি করেন।

পূর্ববর্তী নিবন্ধউন্নয়নশীল বিশ্বের সেরা ২২ বিশ্ববিদ্যালয়
পরবর্তী নিবন্ধরাগীব আলী ও ছেলের বিরুদ্ধে চার্জ গঠন