পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
লালমনিরহাটের বুড়িমারী সীমান্ত থেকে মোখলেছুর রহমান (৩০) নামে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গিছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বুধবার সকাল ৭টার দিকে পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তের ৮৪২ নং মূল সীমানা পিলারের অভ্যন্তর থেকে তাকে নিয়ে যায় বিএসএফ। মোখলেছুর রহমান পাটগ্রাম উপজেলার বুড়িমারী এলাকার আফজাল হোসেনের ছেলে।
সীমান্ত সূত্রে জানা যায়, মোখলেছুর রহমান বুড়িমারী সীমান্তের ৮৪২ নং মূল সীমানা পিলারের অভ্যন্তরে ঘোরাফেরা করছিল। এ সময় ভারতের চ্যাংড়াবান্ধা ৬১ বিএসএফের টহল দলের সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ১৫ পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আহমেদ বজলুর রহমান হায়াতী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আহবান করা হয়েছে।