মেহেরপুরে পুলিশ পরিচয় দিয়ে ছিনতাই, স্বর্ণালংকার লুট

পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:

মেহেরপুর জেলা শহরে পুলিশ পরিচয় দিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই মহিলার কাছে থেকে প্রায় এক লাখ টাকার স্বর্ণালংকার লুট করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে শহরের মল্লিকপাড়ায় হাঁটতে বের হয়ে এ ঘটনার শিকার হন তারা। তারা হলেন- মল্লিক পাড়ার মেরাজ আলীর স্ত্রী সেহেলী বেগম ও একই এলাকার রওশন আরা।

সোহেলী বেগম জানান, প্রতিদিনের ন্যায় তারা দুজন সকালে পাড়ার সড়কে হাঁটতে বের হন। শহরের মল্লিক পাড়ায় একটি মহিলা গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে তাদের থামতে বলে। ওই মহিলাটি বলেন, আপনাদের জঙ্গি সন্দেহ করা হচ্ছে। পাশে আমাদের অফিসে আপনাদের পরীক্ষা (চেক ) করা হবে। আপনাদের কাছে মোবাইল, গহনা যা আছে খুলে আমার কাছে জমা দেন। তারা ভীত হয়ে মহিলার কথা মতো তাদের শরীরে থাকা দুটি স্বর্ণের চেইন এবং দুজোড়া দুল খুলে দেন। এর পরপরই একটি মাইক্রো আসলে ওই মহিলা মাইক্রোটিতে উঠে পালিয়ে যান।

এ ব্যাপারে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, এখনও পর্যন্ত এ ঘটনায় কোন অভিযোগ পাওয়া যায়নি। তবে এ ধরনের ঘটনা যেন না হয় সে ব্যাপারে নজরদারী বাড়ানো হবে।

পূর্ববর্তী নিবন্ধভালোবাসা দিবসে যা করবেন সিদ্ধার্থ
পরবর্তী নিবন্ধভোলায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫৫