ভেঙে পড়তে পারে যুক্তরাষ্ট্রের অরভিল বাঁধ!

পপুলার২৪নিউজ ডেস্ক:

তুষারপাত আর টানা প্রবল বর্ষণের চাপে ভেঙে পড়তে পারে আমেরিকার সবচেয়ে উঁচু অরভিল বাঁধ। রবিবার দুপুরে ক্যালিফোর্নিয়ার ওই বাঁধে ফাটল দেখতে পায় কর্তৃপক্ষ। ফাটল ক্রমশ বাড়তে থাকায় দ্রুত সতর্কতা জারি করা হয় আশপাশের এলাকায়।

অরভিল লেকের আশপাশে থাকা আটটি শহরের প্রায় দুই লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। হেলিকপ্টারে পাথর নামিয়ে ফাটল মেরামতের চেষ্টা চলে। তবে ইতিমধ্যে স্পিলওয়ে দিয়ে উপচে আসতে শুরু করেছে পানি। এর ফলে লেক অরভিলের কাছের রাস্তাজুড়ে সৃষ্টি হয়েছে ভয়াবহ ট্রাফিক জ্যাম।

পূর্ববর্তী নিবন্ধব্যক্তি স্বার্থের কারণে দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে: প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধস্ত্রী গৌরিকে টুইটারে স্বাগত জানালেন শাহরুখ !