শশীকলার চার বছরের কারাদণ্ড

পপুলার২৪নিউজ ডেস্ক:
আয়বহির্ভূত সম্পত্তি মামলায় ভারতের তামিলনাড়ু রাজ্যের নেত্রী ভিকে শশীকলা বা ‘চিন্মামা’কে দোষী সাব্যস্ত করে চার বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির সুপ্রিমকোর্ট।

একই সঙ্গে কারাভোগের জন্য চেন্নাই পুলিশের কাছে তাকে আত্মসমর্পণেরও নির্দেশ দেয়া হয়েছে।

সুপ্রিমকোর্টের এ রায়ের ফলে শশীকলার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়ার পথ রুদ্ধ হয়ে গেল।

এছাড়া আগামী ১০ বছর নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না তিনি।

স্থানীয় সময় মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সুপ্রিমকোর্টের দু’জন বিচারপতির বেঞ্চ এ রায় দেন।

শশীকলা যে মামলায় দণ্ডিত হলেন, তার আসামি ছিলেন তামিলনাড়ুর চারবারের মুখ্যমন্ত্রী জয়ললিতা।

গত ডিসেম্বরে তিনি মারা যাওয়ায় মামলার রায়ে তার ভূমিকার ব্যাপার কিছু বলা হয়নি। তবে জয়ললিলতার সহযোগী হিসেবে শশীকে দণ্ড দেন আদালত।

পূর্ববর্তী নিবন্ধমিরাজের শিক্ষক অশ্বিন
পরবর্তী নিবন্ধসিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল গৃহকর্মীর কাণ্ড!