পপুলার২৪নিউজ ডেস্ক:
ভ্যালেন্টাইনস ডে পালন এবং সোশ্যাল মিডিয়ায় তার প্রচার নিষিদ্ধ করল পাকিস্তান। সোমবার ইসলামাবাদ হাইকোর্ট এই রায় দিয়েছে। এই উত্সব মুসলিম ধর্মবিরোধী হওয়াতেই এই নিষেধাজ্ঞা বলে জানিয়েছে আদালত।
আব্দুল ওয়াহিদ নামে পাকিস্তানের এক নাগরিক ইসলামাবাদ হাইকোর্টে ভ্যালেন্টাইনস ডে নিষিদ্ধ করার জন্য আবেদন করেছিলেন। ওই আবেদনে তিনি জানিয়েছিলেন, এই প্রথা মুসলিম ধর্মবিরোধী। দ্রুত এই প্রথাকে নিষিদ্ধ করা হোক দেশে। এর প্রচারও নিষিদ্ধ করা হোক পাকিস্তানের বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং টিভি চ্যানেলে। সেই মামলারই রায় দিয়েছে আদালত।
আদালতের এই নির্দেশ যাতে সে দেশে যথাযথ রূপায়িত হয় তা দেখার দায়িত্ব দেওয়া হয়েছে তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, পাকিস্তানের মিডিয়া রেগুলেটরি অথরিটি এবং ইসলামাবাদের মুখ্য কমিশনারকে।
পাকিস্তানে চির কালই ভ্যালেন্টাইনস ডে সমালোচিত। বহুবার এই উৎসব পালনের জন্য ধর্মান্ধদের চোখ রাঙানি সহ্য করতে হয়েছে যুবক-যুবতীদের। তবে এর উপর আদালতের নিষেধাজ্ঞা এই প্রথম।
সূত্র: বিবিসি