রাজধানীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
রাজধানীর কদমতলীতে সোনিয়া আক্তার (১৮) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।
সোমবার, ১৩ ফেব্রুয়ারি বিকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনে তার মৃত্যু হয়।
মৃত সোনিয়া আক্তারের শ্বশুর আবদুস সালাম গণমাধ্যমকে বলেন, গত ৪-৫ বছর আগে পারিবারিকভাবে তার ছেলে রফিকুল ইসলামের সঙ্গে সোনিয়ার বিয়ে হয়। তারা কদমতলীর রায়েরবাগ ব্লক-সি এলাকায় টিনশেড একটি রাড়িতে ভাড়া থাকতো। পারিবারিক কলহের জের ধরে গত রাতে সোনিয়া বিষপান করে। পরে মুমূর্ষু অবস্থায় ঢামেক হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।
এদিকে, মৃত সোনিয়ার চাচা কামাল হোসেন জানান, সোনিয়ার শ্বশুর প্রায়ই বাসার বিভিন্ন জিনিসপত্র বিক্রি করে দিতেন। এতে সোনিয়া বাধা দিলে স্বামী ও শ্বশুর মিলে তাকে মারধর করতেন।
সোনিয়াকে জোর করে বিষপানে আত্মহত্যা করানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) এনায়েত করিম জানান, সোনিয়ার শ্বশুর আবদুস সালাম ও স্বামীর ভাই রুবেলকে আটক করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সোনয়ির স্বামী রফিকুল ইসলাম পলাতক রয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধপ্রমাণ করেছি দুর্নীতি করিনি: প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধরাজধানীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত