শাহজালাল বিমানবন্দরে সাড়ে তিন কেজি স্বর্ণসহ আটক ১

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে তিন কেজি স্বর্ণসহ হাবিবুর রহমান (২৬) নামে এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিম। আজ সোমবার দুপুরে স্বর্ণসহ তাকে আটক করা হয় বলে জানিয়েছেন ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার মো. আল আমিন।

সহকারী কমিশনার আল আমিন জানান, হাবিবুর সিঙ্গাপুর থেকে বাংলাদেশে এসেছেন। কিন্তু তিনি রুট বদলে ব্যাংকক হয়ে দুপুর ১২.৪৫ মিনিটে বিজি ৩০২ বিমানে করে শাহজালাল বিমানবন্দরে পৌঁছান। হাবিবুর গ্রিন চ্যানেল অতিক্রম করলে তার কাছে কোনো স্বর্ণ আছে কিনা জানতে চাওয়া হয়।

তিনি আরো জানান, এ সময় হাবিবুর অস্বীকার করলে তার দেহ তল্লাশি করে তার দুই রানের অ্যানলেট থেকে ২৮টি, ম্যানিব্যাগ থেকে ৬টি ও সাইড ব্যাগ থেকে ১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। প্রতিটি বারের ওজন ১০০ গ্রাম। সব মিলিয়ে তার কাছ থেকে সাড়ে তিন কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বের সবচেয়ে মোটা নারীর ১০ তথ্য
পরবর্তী নিবন্ধপদ্মায় ভেসে উঠল ডুবে যাওয়া ২ শিক্ষার্থীর লাশ